| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাটা অসাধারণ লেগেছিল... শেয়ার করতে ইচ্ছে হল সবার সাথে।
"আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোন
পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে
আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকড়া সে তো আগেই শুনেছো।
সে দিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বলছে; “আজ তুমি লাল শাড়ি পরে আসবে”।
মেঘ পাহাড়কে বলল; “আজ তোমাকে স্নান করিয়ে দিব চন্দন জলে”।
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষরা জলন্ত কাঠ।
সেই ভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে।
হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে; ওঠ ছুড়ি-! তোর বিয়ে।
এখন শেষ হয় নি গল্পটা!
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা ঠিকই হয়ে গেল ঠিকই
কিন্তু মেঘকে সে কোন দিনই ভুলতে পারলো না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে শত ঝর্ণার দল। "
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২
সায়ন হাসান বলেছেন: আমারও বেশ লেগেছে
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৩২
মশিউর রহমান মেহেদী বলেছেন: আমারও খুব প্রিয় একটি কবিতা।ধন্যবাদ....
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
সায়ন হাসান বলেছেন: ধন্যবাদ
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩২
ক্রন্দসী বলেছেন: আহা!আহা!সকাল বেলা অফিস যাবার পথে দেখলাম বাসার সামনের শিউলি গাছটায় অনেক ফুল কুড়ালাম অফিসে নিয়ে আসলাম।এরপর বেয়ারা বৃষ্টি তারপর এক কাপ চা এর পর এ কবিতা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৪
সায়ন হাসান বলেছেন: ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৮
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: আমার খুব প্রিয় একটি কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।