![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
মন খারাপ করা বৃষ্টিতে আমি ভিজি একা বা সে ভিজে একা ।
হয়তো সে ভিজে যায়, ভিজতে চায়। আমরা দুজনে ভিজি।
ইচ্ছে করে একটা নৌকা বানাই, একটু ভাসাই।
বোধগুলোতে রং মেশাই, একটু ভেজাই। ভেজা বোধ নরম হয়ে পড়ে কার্পাসের মত।
উড়ো উড়ো মেঘের মত। শুধু সে ভিজে কিংবা ভিজে না। বিকেল হলে রাতের গল্প আর রাত পেরোলেই সকাল। ভিজে যাওয়া বোধগুলি সেই সকালের মিষ্টি রোদ্দুরে হয়তোবা রংধনুর সাত রঙ ছড়ায় কিংবা ধূসর বর্ণহীন হয়ে মিশে যায় পলেস্তারা উঠা দেয়ালের সাথে..।
©somewhere in net ltd.