নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব রকমের সত্যি কিছু অপ্রকাশিত কথামালা . . . . . .

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২১

● প্রতিটি মানুষের কিছু কিছু ব্যক্তিগত দুঃখ থাকে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই ।


● কখনো কখনো শুধুমাত্র হাতে হাত রেখে শব্দহীন ভাষায় দেওয়া সান্ত্বনাটুকু হাজার হাজার শব্দের সান্ত্বনার চেয়েও বেশী আন্তরিক মনে হয় ।


● মাঝে মাঝে আমাদের সবারই উচিত কাছের মানুষগুলোর কাছ থেকে দূরে যাওয়া ।
নাহ, দূরত্ব সৃষ্টি করার জন্য নয়, শুধুমাত্র এটা দেখার জন্য যে কে আমাদের সাথে থাকে !


● মাঝে মাঝে কোন কোন গভীর বিষণ্ণ সময়ে মনে হয় সবারই খুব হিমু হতে ইচ্ছে করে। যার ভিতর নেই মায়া নামের সেই অনিত্য নেশা, কোনো কষ্টের অনুভুতি - আছে সব কিছু দূরে সরিয়ে দেয়ার অসাধারণ ক্ষমতা।


● সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী ???
সত্য বলে ফেললেই হয় কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!


● যে দুঃখ কষ্ট প্রকাশিত হয় সেটা হয় কিছুটা সাধারণ,
কিন্তু যে কষ্ট নিরবে থাকে তা হয় অতি বেদনাময় !!!


● স্বপ্নে সবকিছুই খুব স্বাভাবিক মনে হয় ।


● সময় বড় অদ্ভুতভাবে প্রিয় মানুষগুলোকে এক এক করে দূরে সরিয়ে দেয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী ???
সত্য বলে ফেললেই হয় কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!


সাংঘাতিক সত্য কথা।

২| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৯

রিকি বলেছেন: মাঝে মাঝে কোন কোন গভীর বিষণ্ণ সময়ে মনে হয় সবারই খুব হিমু হতে ইচ্ছে করে। যার ভিতর নেই মায়া নামের সেই অনিত্য নেশা, কোনো কষ্টের অনুভুতি - আছে সব কিছু দূরে সরিয়ে দেয়ার অসাধারণ ক্ষমতা।

৩| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪১

শূন্যভুবনের মেহেদী বলেছেন: বিভিন্ন সময়ে আমার ফেসবুক স্ট্যাটাসে দেওয়া অসাধারণ এই কথাগুলো কখনো আবেগের, কখনো বা বাস্তবতার ! কথাগুলোকে একসাথে করে কথামালা হিসাবে দিয়ে দিলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.