![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
আজ বহুদিন পর হঠাৎ আবার,
খোলা আকাশ,খালি বাড়ির ছাদ
আরও আছে দূর আকাশেৱ,
আমার সব সময়ের সাথী ওই চাঁদ ৷
একাকী প্রায় প্রতিটি মানুষের খুব সম্ভবত এক মাত্র সঙ্গী চাঁদ । চাঁদকে দেখে দেখে কতো শিশু যে মায়ের কোলে ঘুমিয়েছে, কতো প্রেমিক যে এই চাঁদকে তার প্রেমিকার গলায় থুক্কু কপালে পড়াতে চেয়েছে, কতো প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করেছে, কতো আধুনিক কবি কতো যে কবিতা লিখেছে, কতো ছেঁকা খাওয়া মার্কা ফেসবুক স্ট্যাটাস যে চাঁদ দেখে লিখা হয়েছে, কতো নেশাখোরেরা চাঁদের আলোয় ''পিনিক'' করেছে ইত্যাদি ইত্যাদির কোন ইয়ত্তা নেই ! গেলো রম্য কথা । এবার আসি বাস্তবতার কাছে সাথে আছে এক চিমটি আবেগ ! চাঁদকে দেখে আমি নিজেই অনেকবার চন্দ্রাহত হয়ে গিয়েছিলাম ! চাঁদের মায়াময় অপার্থিব আলোয় কতো বার যে বিভ্রমে হারিয়ে গিয়েছিলাম সেটারও ইয়ত্তা নেই । যে চাঁদকে নিয়ে এতো কথা সেই চাঁদকে আমরা অনেকেই শুধুমাত্র ২৯ রোজার পর আগ্রহ নিয়ে দেখি, অনেকেই সবসময় দেখি । এবার চলুন দেখি আসি স্পেশাল টাইপের চাঁদের (সুপার মুন) না দেখা অসাধারণ কিছু ছবি যেগুলো বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে তোলা হয়েছিল ।
উপরের ছবিটি তোলা হয়েছে আমেরিকার সিয়্যাটলের স্পেস নীডলের সামনে থেকে, ঠিক যেন কোন এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর মুভি ।
এই সুপার মুনটি গ্রীসের পৌরাণিক ঐতিহাসিক সমুদ্র দেবতা পসেইডনের মন্দিরের পিছনে ধরা হয়েছে ।
সবাই তো চিনেছেন তাই না ??? হ্যাঁ, স্ট্যাচু অব লিবার্টি !
ইন্ডিয়ার তাজ-মহলের মতো লাগছে তাই না ? আসলে এটি ইন্ডিয়ার রাজস্থানের যোধপুরের সার্কিট হাউজ
এটি ফ্রান্সের একটি লাইটহাউজ থেকে তোলা ।
সোয়ামিনারায়ণ মন্দির, জর্জিয়া ।
মাউন্ট ডায়াবলো ষ্টেট পার্ক, ক্যালিফোর্নিয়া ।
ব্যাংক অব আমেরিকা ।
সুপারট্রি'জ উদ্যান, সিঙ্গাপুর ।
ট্রিগুলি ৩০-৫০ মিটার উচ্চতায়, টুরিস্টরা এখান থেকে রাতের দৃশ্য দেখে ।
কাজাখাস্তান ।।
১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫
শূন্যভুবনের মেহেদী বলেছেন: হ্যাঁ ভাই সব সুপারমুন মোমেন্টে তোলা
২| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
কাবিল বলেছেন: শবগুলোই ভাল লাগল।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
শূন্যভুবনের মেহেদী বলেছেন: আমারও ভালো লাগছে এই ছবিটা
৩| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪
জুপিটার মুহাইমিন বলেছেন: উফস!! অসাধারন সব ফটো!!.। দেখেই মনটা ভাল হয়ে গেল।
সব ভাল'র ভিতরে লাস্টেরটা বেশি ভাল লেগেছে।উফস!! অসাধারন সব ফটো!!.। দেখেই মনটা ভাল হয়ে গেল।
সব ভাল'র ভিতরে লাস্টেরটা বেশি ভাল লেগেছে।
তবে আমেরিকার যেসব ফটো তাতে দেখা যায় চাদটা অতিরিক্ত বড়। ওখানে কি চাদের সাইজ বড় হয়?
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
শূন্যভুবনের মেহেদী বলেছেন: কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ ভাই
আর হ্যাঁ ছবিটা আসলেই সুন্দর
৪| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
শূন্যভুবনের মেহেদী বলেছেন: কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ ভাই
৫| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
সুন্দর
৬| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: বাংলাদেশ থেকে কি সুপার মুন এতবড় দেখা যায়? প্রতিটা ছবিই মনোমুগ্ধকর। ধন্যবাদ শেয়ারের জন্য।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০১
শূন্যভুবনের মেহেদী বলেছেন: মাঝে মাঝে এতো বড় না হলেও বেশ ভালো বড় চাঁদ কিন্তু দেখা যায় ভাই
আর কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ ভাই
৭| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসাধারণ সংগ্রহ
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৩
শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১
বোকামানুষ বলেছেন: দারুণ সব ছবি
৯| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাথা নষ্ট সব ছবি, অসাম +++
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০২
শূন্যভুবনের মেহেদী বলেছেন: কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ ভাই
১০| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে +
এই ছবিটা কেমন? এটা বিখ্যাত বলগার আমিনুর রহমানের জানালা থেকে তোলা :p
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০২
শূন্যভুবনের মেহেদী বলেছেন: সুন্দর হইছে ভাই ছবিটা
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:৩১
নিয়েল হিমু বলেছেন: সম্ভবত সব কটা ছবি "সুপার মুন" মোমেন্টে তোলা ?