নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্য এমন ৯ টি জিনিস যা আপনি বা আমি সারাজীবন ধরে ভুল করে আসছি !

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে এমন কিছু কিছু ব্যাপার আছে যা আমরা সারাজীবন ধরে ভুল ভাবে করে আসছি । এইগুলো যে ভুল ভাবে করা হচ্ছে তাও আমাদের ধারণার বাইরে । এমনকি এই ব্লগটি লেখার আগে আমি নিজেও জানতাম না যে সহজ এই ব্যাপারগুলো ভুল ভাবে করা হচ্ছে । কিন্তু এইগুলো যদি সঠিক ভাবে করা হয় তাহলে আমাদের অনেক অপচয় করা রোধ হবে এবং জীবন-যাপন সহজ হবে । :)

১।

আমি সত্যিই জানতাম না যে সঠিক ভাবে তরমুজও কাটা যায় ! অবিশ্বাস্য তাই না ??? কিন্তু ছবিটা দেখুন । বোঝাই তো যাচ্ছে এইভাবে তরমুজ কাটলে সুন্দর ভাবে খাওয়াও যাবে আর অপচয়ও হবে না । :)


২।

বিলিভ মি, আমি সবসময় ভুল ভাবে হেডফোন ব্যাবহার করেছি । আমার মতো অনেকেই ভুলভাবে এই কাজটা করেছে ।


৩।

এইজন্যই তো বলি আমি পিজ্জা খাওয়ার সময় এতো পিজ্জা পরে যেতো কেন !!! :-/


৪।

এইজন্যই তো বলি পলিথিনের ভিতর কিছু রাখলে সেগুলো মিইয়ে যায় কেন !!! এখন থেকে আর পলির ভিতরের কিছু নষ্ট হবে না ! B-)


৫।

মুখে স্নো টাইপ কিছু দেওয়ার সময় মনে করতাম যত বেশী জোরে ডলে ডলে স্নো দেওয়া যাবে, তত তাড়াতাড়ি কাজ হবে ! কিন্তু এখন দেখছি ভুল সবই ভুল ! :( মুখে স্নো বা অন্য কিছু দেওয়ার বেস্ট নিয়ম হচ্ছে আলতো ভাবে দেওয়া লাগে ।


৬।

অপচয় না করে সুন্দর ভাবে কাপ কেক খাওয়ার উপায় ছবিতেই আছে ! -_-

৭।

আপনি উরাধুরা বুকডাউন মারা খুব পছন্দ করেন তাইনা ?!! তাহলে ছবিটি দেখুন ভালো মতো । নাহলে কিন্তু হিতে বিপরিত হবে :P


৮।

আম কাটারও নিয়ম আছে ?!!!!! জাস্ট অবাক হয়ে গেলাম !!!


৯।

আপনি মেয়ে হলে দেখে নিন খুব সামান্য একটা জিনিস এতোদিন কি ভুল করছিলেন আর ছেলে হলে পরিচিত মেয়েদের বলুন তাদের এই ভুলের কথা !

মন্তব্য ৩১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

কাজী সোহেল রানা বলেছেন: দারুনতো। আমিওতো এতদিন এগুলো ভুলভাবে করে আসছি। এরকম একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

শূন্যভুবনের মেহেদী বলেছেন: সম্ভবত ৯০% মানুষই এই সহজ ব্যাপারগুলো ভুল করে ! অবশ্য সেগুলো ভুল বলাটাও ঠিক না, কেননা সময় আর জিনিসের অপচয় ছাড়া আর তো কোন ডিফারেন্স নেই

২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

বোকামানুষ বলেছেন: হুম ভাল পোস্ট

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

আমি শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

নতুন বলেছেন: আমি ৪ আর ৮ নম্বরটা ব্যবহার করি।

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৪৪

ফেরদাউস আল আমিন বলেছেন: আম এর টা জানতাম, তরমুজ এর শিখলাম, ধন্যবাদ

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৫১

থিওরি বলেছেন: আমরা সবাই যেহেতু ভুলগুলোই করি সুতরাং ঐটাই ঠিক। তরমুজ কাটা ভাল লাগছে।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্বিতীয় টিপসটা গুরুত্বপূর্ণ
ধন্যবাদ

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১

শাহাদাত ফাহিম বলেছেন: =p~

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:২৫

আহসানের ব্লগ বলেছেন: শেষের টা বুঝিনি । ধন্যবাদ ।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

শূন্যভুবনের মেহেদী বলেছেন: এটা মেয়েদের চুলের ক্লিপ । বেশীরভাগ মেয়েই ভুল নিয়মে ক্লিপ ব্যাবহার করতো ।

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১

বশর সিদ্দিকী বলেছেন: উপরের কয়েকটা মারাত্মক কাজে লাগবে।

১১| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর পোস্ট !!!

১২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭

মহান অতন্দ্র বলেছেন: হুম জানলুম অনেক কিছু।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

রিকি বলেছেন: ভালো লেগেছে। এ থেকে প্রমাণিত হয়, আমরা ঠিকভাবে খুব কমই কাজ করে থাকি!!! :P

১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০

যোগী বলেছেন:
আমার কাছে কোনোটাই ঠিক আহামরি যুক্তি যুক্ত মনে হয়নি। তরমুজ ঐ ভাবে কাটা অনেক হ্যাপা। কানে হেড ফোন সঠিক পদ্ধতিতেই সবাই লাগায়। পিৎজা সে কেও সঠিক পদ্ধতিতেই খাবে এটাও শেখার কিছু নাই। স্নো লাগানোর ব্যাপারটাও তাই। কাপ কেক এই ভাবে খাওয়া সহজ না বা দরকারও নাই। পুশ আপ করার ব্যাপারটা যারা ওয়ার্ক আউট করে তারা জানে সবাই। আম কাটা চমকপ্রদ কিছু না। ক্লিপের কাহিনি ধরতেই পারিনি।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

শূন্যভুবনের মেহেদী বলেছেন: জিনিস গুলো একেকজনের কাছে একেক রকম । অনেকের কাছেই পোস্টটি উপকারি :)

১৫| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নেট থেকে জিনিস গুলো আগেই পড়েছিলাম। বাংলায় দেখে ভালই লাগছে। শুভ কামনা

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

১৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫

যাযাবরমন বলেছেন: জটিল

১৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার এবং জটিল...সোজা প্রিয়তে!

১৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

আবু শাকিল বলেছেন: পুষ্ট ভালা পাইলাম।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:০০

শূন্যভুবনের মেহেদী বলেছেন: কমেন্ট ভালা পাইলাম :P

২০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
২নম্বরটা আমি সঠিকভাবেই করতাম তবে না জেনেই। :)

দারুণ পোাস্ট।++্

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ ভাই :)

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:০২

রাবেয়া রব্বানি বলেছেন: বাহ

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬

শূন্যভুবনের মেহেদী বলেছেন: :)

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৩

সুমন কর বলেছেন: আরে জানতাম না তো !!

গুড পোস্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ :)

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

ব্ল্যাক ফাইটার বলেছেন: ভাই আপ্নে অনেক কিপ্তুস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.