নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ রজনী, আঁধারের নেশা আর কিছু কাল্পনিক স্বপ্ন !

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩



দীর্ঘ রজনী যখন দীর্ঘতর হতে থাকে, মর্মঘাতী নৈঃশব্দ্য যখন গভীরভাবে জড়িয়ে ধরে তখন মাঝে মাঝে হঠাৎ করেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। জানি, এটা নেশা। আঁধারের নেশা, রাতের নেশা। এরপরেও ভালো লাগে। খুব সামান্য শব্দকেও কারো প্রিয়পদরেখা কল্পনা করতে ভালো লাগে, নিঃসঙ্গতাই যখন চারপাশের একমাত্র সঙ্গী তবুও কেউ একজন থাকে কল্পনায়, এরপর সেই কল্পনায় ডুবে গিয়ে নিজের নিজেকেই ভুলে যাই। কি এক অচেনা অনুভূতির মাঝে বিলীন হয়ে যাই, যেন আমার অদৃশ্য এক প্রতিবিম্ব ঘুরে বেড়ায় আনাচে কানাচে। একসাথে প্রচণ্ড আনন্দ আর বেদনা জড়িয়ে ধরে। আনন্দ – কারণ কল্পনায় কেউ একজন আছে। বেদনা – কারণ সে আছে কল্পনায়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫১

চলন বিল বলেছেন: আপনার লেখার মাঝে অদ্ভুত কি যেন একটা আছে ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আনন্দ – কারণ কল্পনায় কেউ একজন আছে। বেদনা – কারণ সে আছে কল্পনায়![/sb
B:-) :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.