![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
দিনের বেলায় প্রতিটা মানুষ যে যেমনই থাকুক না কেন, মাঝ রাতের এই মায়াজালে জড়ানো পৃথিবীর বুকে যে যার মত সবাই নি:সঙ্গ ! তাদের সঙ্গী হয় হালকা কুয়াশা ঘেরা চাঁদ আর ভুলতে না পারা কিছু স্মৃতি ! মাঝে মাঝে নিভে যায় চাঁদের উজ্জ্বল শিখা ,আকাশটা ঢেকে যায় অবাঞ্চিত কুহেলিকায়। রাতের গভীরতা জানান দেয় দেয়াল ঘড়ির শব্দটা। আমি কোন এক গভীর রাতে বারান্দার গ্রীলে গিয়ে দাঁড়াই, জোছনা ধরার প্রয়াসে বিফল হাত বাড়াই । হাতে উঠে আসে শুধু এক চিলতে কুয়াশা !
©somewhere in net ltd.