নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আর নৈঃশব্দিকতায় কিছু এলোমেলো ভাবনা !

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫



বারান্দায় বৃষ্টির পানি জমে ঘরের ভিতরেই একটা নদী নদী ভাব চলে এসেছে। হিমু হলে এই নদীতে গলা ডুবিয়ে জোছনা দেখতে পারতো। আমি যেহেতু হিমু নই তাই ছোট্ট এই নদীতে পা ভিজিয়ে বসে আছি। আশেপাশে কোথাও আম গাছ নেই কিন্তু কোত্থেকে যেন আমের বোলের গন্ধ বাতাসে ভেসে আসছে। কি আশ্চর্য! থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ মুহূর্তের জন্য উজ্জ্বল আলোয় ভরে যাচ্ছে। রাস্তার অন্যপাশের টিনের চালে এখনও বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে হচ্ছে আকাশটা একটু ছুঁয়ে দেখতে কিন্তু আমি হাত বাড়াইনি। পৃথিবীতে অনেক জিনিস শুধু দূর থেকেই দেখতে হয়, কাছে গেলে সেই দেখার মোহ আর থাকে না। রাত গভীর হচ্ছে আর অবাঞ্চিত নৈঃশব্দিক কুহেলিকায় হারিয়ে যাচ্ছে জীবনের সব কোলাহল . . . !

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: রাত গভীর হচ্ছে আর অবাঞ্চিত নৈঃশব্দিক কুহেলিকায় হারিয়ে যাচ্ছে জীবনের সব কোলাহল . . . !

সুন্দর, কবিত্বময়।
++++

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫১

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ সুন্দর অনুপ্রেরণা এবং সুন্দর মন্তব্যের জন্য :)

২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.