নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অবাঞ্চিত কুহেলিকায় ঘেরা বাউন্ডুলে সময়ের অদ্ভুতুড়ে নিঃসঙ্গ অনুভূতির গল্প . !

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫




মাঝে মাঝে কোন গভীর রাত্রিতে হিম শীতল বাতাসের স্পর্শ আর ঘোর কুহেলিকায় বাউন্ডুলে সময়টা অচেনা কোন প্রহেলিকায় হারিয়ে যায় । রাস্তার মোড়ের সোডিয়াম বাতির হলদেটে আলোকেও হাজার বছরের পুরনো কোন এপিটাফে যত্ন করে আগলে রাখা ধূসর বর্ণমালার মতো মনে হয় ।



সময়টা অদ্ভুতুড়ে ! মাঝে মাঝে শূন্যতাও যে পূর্ণতা তৈরি করতে পারে, চাঁদকে যে ঝলসানো রুটি মনে না করে স্মৃতি পুনরাহ্বানের সেলুলয়েড মনে করা যায় সেটা এই অদ্ভুত সময়েই বুঝতে পারি । একটা সময়ে অনুভব করি আমার নিজের অস্তিত্ব যেন ঘুরে বেড়াচ্ছে আমাকে ঘিরেই এরপর অদ্ভুত এক নৈঃশব্দের ভিতর বিলীন হয়ে যায় সমগ্র অস্তিত্ব, সমস্ত কোলাহল, জাগতিক সব মোহের আহ্বান !




বাউন্ডুলে সময়ের সাথে সাথে বাউন্ডুলে আমিও জেগে থাকি । মাঝে মাঝে কুকুরের তীব্র ডাক শুনি, শুনি অচেনা কোন পাখির করুণ সূর আর চেয়ে দেখি অসীম শূন্যতা । এরপর আরও অনেক অনেক পরে কোন এক নিঃসঙ্গ শিশির কণা ঝরে পড়বে আরেকটি নিঃসঙ্গ ঘাসের বুকে । যে জীবন গভীর রাতে জন মানুষের অগোচরে ঘাসের বুকে ঝরে পড়া এক কণা শিশিরবিন্দুর, সেই জীবন মানুষ কি কখনো ছুঁয়ে দেখতে পারবে..?



রাত বাড়বে, চাঁদের আলো এক সময় ছড়িয়ে যাবে পুরো আকাশে, পুরো পৃথিবীতে । অপার্থিব সেই সৌন্দর্য মানুষ সব সময় দেখতে চাইলেও পারে না কারণ প্রকৃতি Absolute Beauty মানুষদের দেখায় না । এরপরেও আমরা অপেক্ষা করে থাকি . . ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৮

মহা সমন্বয় বলেছেন: লেখা এবং ছবিগুলো দারুণ, এক অন্যরকম ভাল লাগার স্পর্শ পেলাম। !:#P

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ :)
আরও সুন্দর আর ভালো কিছু লেখার অনুপ্রেরণা পেলাম

২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: এ যেনো এক অন্যরকম অনুভূতি

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

শূন্যভুবনের মেহেদী বলেছেন: অদ্ভুত এক অনুভূতি . !

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: দারুন অনুভূতি, শেয়ার করার জন্য ধন্যবাদ, ছবি ও কথা গুলো খুব ভালো লাগলো

বিশে করে, রাস্তার মোড়ের সোডিয়াম বাতির হলদেটে আলোকেও হাজার বছরের পুরনো কোন এপিটাফে যত্ন করে আগলে রাখা ধূসর বর্ণমালার মতো মনে হয় ।
একদম মনের মত কথা।
শুভ কামনা

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:১২

সায়েদা সোহেলী বলেছেন: যে জীবন গভীর রাতে জন মানুষের অগোচরে ঘাসের বুকে ঝরে পড়া এক কণা শিশিরবিন্দুর, সেই জীবন মানুষ কি কখনো ছুঁয়ে দেখতে পারবে..?-------
জীবনকে ছোঁয়া যায় না,,,,
থেকে যেতে হয় বন্দী!!

ছবির সাথে লেখা পড়তে ভালো লেগেছে

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

আনু মোল্লাহ বলেছেন: লেখা ও ছবি মিলিয়ে ভাল লাগল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.