নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

আমাদের উৎসবগুলো যেন আমাদেরই অপ্রকাশিত কিছু কষ্টের অনুস্মরণ !

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১

উৎসবের দিনগুলোতে অবাক হয়ে চারিদিকে দেখি কি আনন্দ, মানুষগুলোর মুখ কি সুখী সুখীই না লাগে ! মনে হয় পৃথিবীতে ❝দুঃখ❞ নামের কোন শব্দই নেই, কারো মনে কষ্ট নামের ভয়ঙ্কর আবেগটা নেই . ! চারিদিকে যেন সুখের আবাস, সুখের ঘরটা গ্রাস করে নিয়েছে সব কষ্টগুলো ।


উৎসবের দিন কি সত্যিই এতো আনন্দের . . ?
এই দিনে কি সবাইই কষ্টগুলো ভুলে থাকতে পারে . . ?



হুমায়ূন স্যার কোন এক বইয়ে বলেছিলেন মানুষের সবচেয়ে দুঃখের দিন হচ্ছে উৎসবের দিন । আসলেই তাই । সত্যিই তাই !


উৎসবের কোন দিনে 'সবাই' আসে বাসায় কিন্তু 'কেউ কেউ' আসে না ! আসতে পারে না ! তখন 'সবাই' কাছে আসার আনন্দটা 'কেউ' কাছে আসতে না পারার ফলে পুরোই বদলে যায় । সুখও যে তীব্র বিষাদের কাছে হেরে যায় সেটা তখনই বুঝা যায় ।

"মানুষটা আজ অনেক দূরের এক দেশে, কে জানে সে এই উৎসবের আনন্দটা করছে কিনা ?" - এই চিন্তা করে অব্যক্ত বেদনায় মনটা কেমন যেন করে উঠে !

সবসময় একসাথে দিন শুরু করা ২টি মানুষ হঠাৎ করেই একলা হয়ে যেতে পারে । মরে যেতে পারে একসাথে দিন শুরু করার ইচ্ছেটা . !

যে ঘরে ঘর মাতিয়ে রাখা ছোট্ট কোন বাবুর গত ঈদের জামা এই ঈদেও রয়ে যায় শুধুমাত্র তারাই জানে একটা উৎসবের দিনেও কি প্রচন্ডরকম ভাবে মনটা খারাপ হয়ে যেতে পারে ।

কেউ কেউ বন্ধুদের বাসায় না গিয়ে চলে যাবে কবরস্থানে । গভীর মমতায় কোন এক কবরে দু'ফোটা চোখের পানি ফেলে আসবে ।

কেউ বসে থাকবে কারো অপেক্ষায় । অবচেতন মনে সে জানে, এই অপেক্ষা জনম জনমের, তবুও সে অপেক্ষা করে থাকে ।



জীবনের গল্পগুলি বড্ড একঘেয়ে । মোহ শেষ হওয়ার সকাল, ক্লান্ত দুপুর আর চিরাচরিত নির্ঘুম রাত্রির শেষে হয়তো একদিন নতুন এক ভোর হবে, যে ভোর শুরু হবে কাছের মানুষগুলোর স্পর্শের উষ্ণতায় ! যে ভোরের একটা ফ্রেমের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যাবে একটা জীবন . . !

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.