নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত মোহের মায়ায় জড়ানো আমাদের বাংলা গান আর আমার প্রেমে পড়ে যাওয়া

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

❝আশা ছিল মনে মনে,
প্রেম করিমু তোমার সনে !❞




এই গানটা প্রথম যখন শুনি খুব সম্ভবত তখন ছিলাম ৬ষ্ঠ শ্রেণীতে । এই স্লো, সৌলফুল গানটা শুনে তখন একটুও ভাল্লাগে নাই । আমার বড় খালাতো ভাই তখন আবার এইরকম গানের বেশ ভক্ত ছিলো । টেপ রেকর্ডার এ ক্যাসেট ঢুকিয়ে এই গান, মান্না দে, কিশোর কুমার, কুমার সানু, লতা - উনাদের গান শুনত । গান শোনা শেষ করে আবার রিউয়াইন্ড করার জন্য ক্যাসেট আবার আমার কাছেই আসতো । আমি ক্যাসেটে কলম ঢুকিয়ে ফিতা পেঁচাতে পেঁচাতে রাগে গজ গজ করতাম আর চিন্তা করতাম, 'এই প্যান প্যান ক্যামনে শুনে!' তখন আমাদের পিচ্চি পোলাপাইনদের কাছে ছিলো হিমেশের যুগ ! তখন হিমেশের নাকি সূরে 'I Love You O Sayyoni' বা 'Tera Surroor' ছিলো আমাদের পছন্দের লিস্টে প্রথম । এছাড়া তখন বলিউডে সিনেমায় গান দিয়ে নতুন ট্রেন্ড তৈরি করছিলো ইমরান হাশমি । ইমরানের সিনেমা মানেই ছিলো দুর্দান্ত কিছু গান ।


কয়দিন আগে, আমাদের আড্ডায় আমাদের এক ফ্রেন্ড গুণগুণ করে গাচ্ছিলো,
'রঙিন কাঁথায় থাকতাম শুইয়া, তোমায় বুকে লইয়া,
চাঁদের আলোয় রাইত পোহাইতাম কথা কইয়া কইয়া !'

হঠাৎ করে অদ্ভুত এক ভালোলাগায় মন ছেয়ে গেলো । গানের এতো সুন্দর কথাও হয়, এতো মায়া দিয়েও গান গাওয়া যায় !

আস্তে আস্তে গানের বাকি কথাগুলো শুনলাম ।
'সেই বালুচরে কাটতো জীবন মরণেরও পরে গো ……
গহীন বালুর চরে।।'


মুগ্ধ হয়ে শুনলাম । তাড়াতাড়ি বাসায় এসে ইয়ুটিউব থেকে সার্চ দিয়ে ঘেড়ঘের আওয়াজ করা অরিজিনাল গানটাই প্লে করলাম । আর পুরো ৪ মিনিট মুগ্ধ হয়ে যেন অন্য কোন জগতে ছিলাম । আবারো মাথায় আসলো - এতো মায়া, এতো আবেগ দিয়েও গান গাওয়া সম্ভব !

নিজেকে মাইকেল মধুসূদন দত্তের মতো লাগলো । এই বিখ্যাত কবি নিজ সাহিত্যের রত্ন-আকড়ের মূল্য না বুঝে অন্য সাহিত্যের নকল ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর মেধা নষ্ট করেছেন ।
আমিও যেন উনার মতো নিজ দেশের ঐশ্বর্যকে বুঝতে পারলাম অনেক পরে । :( আমার মতো আরও অনেকেই মনে হয় আছেন তাই তো অল্প কিছু ইন্সট্রুমেন্ট (যেগুলো না হলেই নয়) দিয়ে ফ্রেশ গলায় গাওয়া গানগুলো এখন নেট দুনিয়ায় পাওয়া খুব কষ্টকর । যেগুলি পাওয়া যায় সেগুলি হয় রিমিক্স নামক 'জগাখিচুড়ী' নয়তো নিম্ন মানের ঘেরঘের করা ! X((

আসলে এখন বেশীরভাগ গান মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট দিয়ে গাওয়া বলে মনে হয় আবেগ থাকে কম, ব্যাকগ্রাউন্ড টিউন থাকে বেশী ।

আর

আগের গানগুলো শুনলে বোঝা যায়, বাংলা গানের মতো আবেগ দিয়ে অন্য কোন ভাষার গান গাওয়া সম্ভব না - অন্তত আমার তাইই মনে হয়েছে । হিমেশের গান, ইমরানের সিনেমার গান নতুন নতুন গানের নীচে চাপা পড়ছে প্রতিনিয়ত কিন্তু আমাদের এই বাংলা গানগুলো যেন সদানতুন, এইগুলো আসলে কোনদিন পুরনো হবে না । হাজার হাজার বছর পরেও কেউ না কেউ এই গানগুলো শুনে বুকের ভিতর এক হাহাকার অনুভব করবে, রাতের শুন্য আকাশের দিকে তাকিয়ে এই রকম কয়েকটা গান শুনে শুনেই রাত পার করে দেবে ।

*** এই গানটা জহির রায়হানের বিখ্যাত 'হাজার বছর ধরে' উপন্যাসের উপর ভিত্তি করে উনারই প্রথম স্ত্রী সুচন্দা পরিচালিত, ২০০৫ সালে নির্মিত 'হাজার বছর ধরে' সিনেমায় ব্যবহার করা হয়েছে।
শিল্পীঃ সুবীর নন্দী, সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল । ***

গানের লিরিক্সঃ

আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে
তোমায় নিয়া ঘর বান্ধিমু গহীন বালুর চরে গো ……
গহীন বালুর চরে।।
সেই ঘরেতে তোমার-আমার মধুর মিলন হইতো
তোমার শাড়ীর আঁচলেতে পরাণ বান্ধা রইতো
রঙিন কাঁথায় থাকতাম শুইয়া, তোমায় বুকে লইয়া
চাঁদের আলোয় রাইত পোহাইতাম কথা কইয়া কইয়া
সেই সুখের স্বপন চোখে ভাসে, পরাণ উদাস করে গো ……
গহীন বালুর চরে।।
তোমার প্রেমের একটু পরশ গায়ে যদি লাগতো
ব্যথায় পোড়া বুকেতে এক সুখের সাগর জাগতো
তোমার কথা ভাইবা মরি নৌকা বাইতে বাইতে
কানাকড়ি চাই না, আহা তোমারে চাই পাইতে
সেই বালুচরে কাটতো জীবন মরণেরও পরে গো ……
গহীন বালুর চরে।।

.
গানের ইয়ুটিউব লিংকঃ আশা ছিলো মনে মনে

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শিরোণামে লিখেছেন। পোস্টটি আরও বিশদ হতে পারতো ।
শুধু বাংলা নয় অন্য ভাষাতেও দারুন গান রয়েছে। হিন্দি ভাষা বোধ হয় গানের জন্য বিখ্যাত। এটা অস্বীকার করার উপায় নেই।
বাংলা আমাদের মাতৃভাষা হওয়াতে্ ভাষার গানগুলি আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে।অন্য ভাষার গান অতটা করে না ।

চমৎকার একটি গানের লিরিকস শেয়ার করেছেন। এমন আরও গান আছে ।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০

ফেরদৌসা রুহী বলেছেন: বাংলা হোক অথবা হিন্দি, আমার কাছে এখনো আগের গানগুলিই ভালো লাগে।

আমি খুঁজে খুঁজে আগের গানগুলিই শুনি।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মলাসইলমুইনা বলেছেন: আপনি কি আর্কিয়োলজিস্ট নাকি? বিস্মৃতির ধুলোবালিতে যেন হাজার বছর চাপা পড়া গানটা মাটি খুঁড়ে কেমন করে আজ বের করে আনলেন ! এই গানটা বিটিভির একটা নাটকে ছিল |সুবর্ণা কে তার শশুর বাড়ি থেকে নৌকায় করে নিয়ে আসবার সময় নৌকার মাঝি আফজাল হোসেন মনে করতে থাকে আগের কথা |তখন প্লেব্যাকে এই গানটা বাজে | নাটকটার নাম ভুলে গেছি | "শেষ বিকেলের মেয়ে" হতে পারে নাটকটা | পুরো গানের দৃশ্যায়ণটা ছিল অসাধারণ ! এটা ছিল বিটিভির স্বর্ণ যুগের নাটক | অনেক আগে দ্যাখ্যা কিন্তু সিনগুলো মনে হয় চোখ বুজলেই দেখতে পারি ! নৌকার হাল ধরে আফজাল বসে | ছৈয়ের ভিতর সুবর্ণার দুঃখী চেহারা আর ব্যাক গ্রাউন্ড থেকে ভরাট গলায় কেউ গাইছে "আশা ছিলো মনে মনে ...| আপনার এই লিংক থেকে আজ একবার হয়তো শুনবো গানটা | অনেক ধন্যবাদ |

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.