নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

কাঁচ শহরে মধ্যরাতের বৃষ্টি আর নির্নিমেষ শূন্যতা

২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১৫



জাগতিক কোলাহল থেকে একটু আলাদা হলেই বৃষ্টির গান খুব বেশি কানে লাগে। মধ্যরাতে বৃষ্টির একঘেয়ে টিপটিপ শব্দতেও যেন অচেনা জগতের কোনও সুর খুঁজে পাই। বারান্দায় দাঁড়াতে দৃষ্টি আঁটকে যায় আঁধারের সামিয়ানায়, কেমন যেন এক শূন্যতা এসে গ্রাস করে নিচ্ছে সব। এই নির্নিমেষ শূন্যতার যেন কোন তল নেই, তাকালে শীত লেগে যায়।

বিভোর হয়ে আমি বৃষ্টির শব্দ শুনছি। মাঝে মাঝে শুনছি কোনও দলছুট কুকুরের ডাক। হঠাৎ হঠাৎ কানে আসছে নিভৃতচারী পথিকের পদশব্দ।

আচ্ছা, এত কিছুতে বুঁদ থেকে থেকে আমরা কি কখনো নিজেকে শুনতে পাই..?

একা বাসস্টপ ভিজে যাচ্ছে তার মতো করে, ভিজে ভিজে আলো দিচ্ছে গলির মাথার ল্যাম্পপোস্টটাও। এই কাচের শহরটা ভিজে যাচ্ছে তার মতো করে, শ্রাবণের বরষায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: শহর ভিজে যাচ্ছে অথচ মানুষের মন ভিজছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.