![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জিবনে সব হারিয়ে একা । আজ ও কিন্তু তেমন কিছুই পাইনাই । না পাওয়ার কারনে একা ।
ব্যাক্তি তার নিজের
প্রতি নিজেকে যখনি ক্ষমা করতে
পারে না ঠিক তখনি তার
জিবনকে মুল্যহীন ভাবতে থাকে।
ক্ষমার অযোগ্য তা ঠিক
তখনি প্রকাশিত হয় প্রিয়জন এর
অবহেলার কারনে।
প্রত্যেক জন্মই শুখের
যদি তা ভালো পরিবেশগত হয়।
অর্থহীন ভালো বাসা আজ কাল
অনেক দেখা যায়।
কথাটা ১০০% সত্যি যে টাকাই আজ
কাল ভালো বাসার ভিত্তিমূল।
নিজের নাই তো কিছুই নাই।
মানুষ এর হায়াত কাল কতো ৭৮ _ ৮০
বছর।
কি লাভ অন্যের বিবেকবোধ
কেরে নেওয়ার।
পারসোনালিটি বলে একটা কথা
আছে।
যে যা করতে চায় তাই করতে দাও।
কেও কারর মতো না। নিজের
মতো অন্যকে ভাবিওনা।
কিছু লোক আছে তাদের
চিন্তাজগত অন্যের চিন্তাজগত এর
মধ্যে ধুকিয়ে দেয় এতে লাভ
হলো ওই মানুষ টা তার চিন্তাকুল
ভেবে চলুক আর
সমস্যাদি হলে এহে এইটা কি হয়ে
গেলো আমি তো আগে এইটা
ভাবি নাই।
কি লাভ ব্যাক্তিত্ত
কেরে নেওয়ার।
আমি জিবনে যতোটা কেঁদেছি
তা যদি কেও বুঝতো তাইলে তার
চোখ দিয়া পানি না রক্ত বের
হয়ে যেতো।
কেনো এই গুলা আমার সাথে হয়।
আমার পরিচিত একজন আছে যার
জিবন টা ধংস কারন তার
ব্যাক্তিত্ত চিন্তাশীল
কেরে নেওয়া হয়েছে। আজ
সে ভালো জগতে নাই। তার
কথা মনে হলে নিজেকে সান্তনা
দিতে পারি না।
তার মতোই আমার ও ব্যাক্তিত্ত
কথা চিন্তা কেরে নেওয়া
হয়েছে কিন্তু আমি আজও ভালোই
আছি।
জিবনের শেষ ইচ্ছেটা যদি না পুরুন
হয় শুধু ১ টা ব্যাক্তির জন্য
তাইলে আমিও পুনর্জন্ম গ্রহন
করবো।।।।।।
আজ শুক্রবার নামাজ টাও
পরতে গেলাম না ।
ফোন টাতে সিম রিজেক্ট
করেছি।
নিস্ক্রিও
হয়ে গেছে মস্তিষ্কজীবী।
সেল গুলো নিস্ক্রিও
হয়ে আসতেছে।
চোখ দারা গরম পানি নির্গত
হচ্ছে।
আত্তাকে বাতাশে উরিয়ে
দিলাম।
দেহ টা বিছানায় পরে থাক।।।
আরাম আরাম আরাম
চল্লাম আমি মনের বাড়ি।
©somewhere in net ltd.