নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপুর্নতায় পুর্ন এ জিবন ।

গধুলির রংঙ্গে মেহেদি

আমি জিবনে সব হারিয়ে একা । আজ ও কিন্তু তেমন কিছুই পাইনাই । না পাওয়ার কারনে একা ।

গধুলির রংঙ্গে মেহেদি › বিস্তারিত পোস্টঃ

তুমি কি সেই

০৯ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৬

আচ্ছা তুমি কি সেই রাজরানী

যার জন্য পাড়ি দিয়েছি

ধূ!ধূ! মরুভূমি

কাটিয়েছি নিন্দ্রাহীন কত শত

রজনী

আচ্ছা! তুমি কি সেই নীলপরী

যার দীঘল ভাসল চোখের

নিলাম্বরীতে

ছিল কিছু উজ্জ্বল দ্যুতি

কাছে পাওয়ার প্রবল আকুতি

যার কণ্ঠ কুহেলিকার সম

আচ্ছা! তুমি কি সেই মায়াবিনী

যার চুড়ির ঝনঝনানি

কিংবা নুপূরের ঝুমুরের আওয়াজে

কেঁপে উঠে এই হৃদয় খানি

তুমি কি সেই মেঘবালিকা

যার জন্য আমি কাদি একা

বিষণ্ণ রাতে

কিংবা আবছায়া আলো

আঁধারীতে

তুমি কি আমার সেই চারুলতা

যার জন্য গেথে রেখেছি

কত শত ইতি কথা

নীলপদ্ম হাতে বসে আছি

এই জোছনা লগনে

আচ্ছা তুমি কি আমার সেই

প্রিয়তমা।।





লেখক ঃ মেহেদী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.