নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিবনা।
আজম খানকে যেমন করে চেনে, আমি সেভাবে চিনিনি।
ঠিক ১৯ বছর আগের কথা । আমার গল্পগুলো যেমন করে শুরু হয় , এটার শুরুটাও তেমন। আমি প্রাইমারী স্কুলের ছাত্র , সবে মাত্র বাংলাদেশে এসেছি। রামপুরা টিভি সেন্টারের পাশে রোজ ভোরে বন্ধু রুমিকে নিয়ে দাঁড়িয়ে হাঁক দেই --"এই রিকশা যাবেন? মতিঝিল কলোনী?"
মতিঝিল কলোনীর মতিঝিল মডেল স্কুলে তখন আমরা সবে মাত্র ভর্তিযুদ্ধ জয় করেছি। রিকশায় যাবার পথটা বেশ দীর্ঘ , হাজিপাড়া ,রেলগেট, মৌচাক , মালিবাগ , রাজারবাগ তারপর মতিঝিল। এত অল্প বয়েসি আর কেউ বাবা-মা ছাড়া এতটা পথ পাড়ি দেয় না বলে মনে মনে বেশ গর্বও হয় ।যাত্রাপথে চারপাশে যাকেই দেখি অবাক হয়ে তাকিয়ে থাকি , যা পাই বানান করে পড়ে ফেলি।
লাখো মানুষের এই শহরে প্রতিদিন ফোকাসে ধরা হাজারো অচেনা মুখ স্মৃতিতে জমা হয়ে ফ্যাকাশে হয়ে যায় , সেখানে আসে নতুন মুখ । এর মাঝেই প্রথম দেখা মেলে অন্যরকম কেউ একজনের।
ঠিক স্কুল ছু'টির সময়টায় ওপাশের জসিমউদ্দিন রোডের দিক থেকে স্কুলের দিকে একজনকে হেঁটে আসতে দেখি । ফর্সা , একহারা গড়ন, মাথার চুল ছোট করে ছাঁটা , চেহারায় প্রশস্তি। খাকি প্যান্ট আর সাদা শার্টে ভীষণ পরিপাটি লাগে । কারও দিকে না তাকিয়ে একমনে হেঁটে স্কুল পেরিয়ে কলোনীর আরেকটু ভেতরে ঢুকে যান । আর দশটা মুখ ভুলে গেলেও তার শান্ত সৌম্য মুখ আর তালপাতার সেপাই মার্কা দেহের গড়নটা মাথায় শক্ত করে এঁটে যায় , কোথায় যেন ভীষণ রকম আলাদা।
এভাবেই চলতে থাকে দিনের পর দিন , লোকটা হেঁটে আসে , তারপর ধীরে ধীরে হারিয়ে যায়। রুমিকে একদিন জিজ্ঞেস করি , "এই লোকটা প্রতিদিন হেঁটে যায় ....."। কথাটার কোন অর্থ দাঁড়ায় না, আসলে হয়ত জিজ্ঞেস করতে চাই "লোকটা কে? কোথায় যায় প্রতিদিন?" । কিন্তু সে প্রশ্ন অবান্তর বলে করা হয় না, অচেনা একটা লোককে রুমি চিনবেই বা কি করে? আমাকে অবাক করে দিয়ে রুমির কন্ঠে উচ্ছাস ঝরে , "চিনোস না ? সত্যিই ? এ তো আজম খান"। আজম খান বলেই রুমির দায়িত্ব শেষ মনে করে, আর এগোয় না।
এরপর আবার অনেকগুলো দিন চলে যায়। এখন রুমি মাঝে মাঝেই দেখলে বলে উঠে , "আজম খান , আজম খান"। আমি ভাবি , আজম খান লোকটার নাম, তারপর ? রুমি কি করে চেনে ? আর আজম খান হলেই বা কি ?
কৌতুহল মেটাতে আবার কোন একদিন আজম খান প্রসংগের অবতারণা করি। রুমি এবারও অদ্ভূত জওয়াব দেয় , আজম খানের বিয়ে বিষয়ে। আজম খানকে সেদিনই তার মেয়ের হাত ধরে উল্টো পথে হাঁটতে দেখি, এবার কলোনীর ভেতর থেকে মডেল স্কুলের দিকে। মেয়েটা মতিঝিল মডেল কিংবা আইডিয়ালের ইউনিফর্ম পড়ে আছে(এখন ভাল করে মনে পড়ে না) , রুমির কথা তাই বিশ্বাস হয় না।
পরের বছর নতুন ক্লাশে উঠে , রুমিকে নিয়ে স্কুলের এক টিচারের খোঁজে কমলাপুর জসিমউদ্দিন রোডে যাই । খানিকটা ভেতরে ঢুকেই দেয়ালে অনেক গ্রাফিটি চোখে পড়ে , সাদাকালো সেসব গ্রাফিটিতে দাড়িওয়ালা কেউ একজনকে গিটার ধরে রাখতে দেখা যায়, দাড়িওয়ালা সে লোকটিকে দেখে চেনা কারও কথা মাথায় আসে না । গলির আরও খানিকটা ভেতরে গেলে গ্রাফিটির মিছিল গাঢ় হয় , সাথে নানান লেখা/লিরিকস চোখে পড়ে, এরমাঝে "আজম খান ফ্যান ক্লাব" লেখা দেখে বেশ থমকে যাই।
শুধু আজম খান বলেই রুমি কেন ক্ষান্ত দিত , সে ব্যাপারটি নিয়ে প্রথমবারের মত কিঞ্চিত ধোঁয়াশা কাটে। আজম খান নিশ্চয়ই ভয়াবহ বিখ্যাত কেউ হবেন , নামেই তাকে চেনার কথা। আমি তখন মাত্র ১ বছর বাংলাদেশে , বয়স সবে দু'অংক ছুঁয়েছে , পপ-ব্যান্ড নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই, আর এলআরবি , মাইলসের আড়ালে আজম খানের একক অবস্থানও ততদিনে চাপা পড়ে গেছে । সব মিলিয়ে এতদিন পর যখন ভাবি , নিজেকে আর দোষ দিতে পারি না।
এখনকার মত চাইলেই তখন কারও গান ডাউনলোড করে শোনা যায় না , টিফিনের টাকা জমিয়ে ক্যাসেট কিনতে চাইলেও ভুখা থাকতে হয় পুরো মাস। সে কারণে আজম খানের প্রথম গান শুনতে আমাকে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়। বিটিভিতে সম্ভবত ইত্যাদিতে প্রথম তার গান শুনে প্রচন্ড হতাশ হই । ব্যান্ড গুরু, পথিকৃত ব্যাপারগুলো বুঝার মত বয়স তখন আমার হয়নি , বিখ্যাত গায়কের বলতে আমি কেবল বুঝি শ্রুতিমধুর বা হৃদয়গ্রাহী কিছু । প্রত্যাশার বিপরীতে যে গানটি শুনি , সেটি যথেষ্ট কৌতুকপ্রদ লাগে।
আরও চমক তখনও অপেক্ষা করে থাকে। সে বছর শেষে বার্ষিক পরীক্ষার পর ছুটিতে নানাবাড়িতে "একাত্তরের দিনগুলি" সহ মুক্তিযুদ্ধের ঘটনা সম্বলিত কয়েকটি বই পড়ার সুযোগ হয় । আজম খান নামটি সেখানে দেখে চমকে উঠি । মুক্তিযুদ্ধ এখন আমার কাছে এখন যতটা দূরবর্তী অতীতের মনে হয় , ছোটবেলায় তার চেয়েও অনেক বেশি অতীতের মনে হত (বড়দের মুখে কেবল শুনতাম বলে হয়ত , কিংবা ছোটবেলায় অতীতকে বেশি অতীত মনে হয়)। যে আজম খানকে স্কুলের সামনে আমি দেখি , তার চেহারায় বয়সের কোন ছাপ নেই , মাথায় কোন পাক চুল নেই ,বয়স ৩০ এর বলে কিছুতেই মনে হয় না, সে কি করে মুক্তিযুদ্ধ করল সে হিসাব কিছুতেই মেলাতে পারি না।
সম্ভবত সে ডিসেম্বরেই পত্রিকায় বিজয় দিবস সংখ্যায় বুড়ো খোকার (তৎকালীন এমপি এবং মন্ত্রী সাদেক হোসেন খোকা) স্মৃতিচারণে আজম খানের কথা আসে , আমার বিস্ময় আকাশ ছোঁয়।
অষ্টম শ্রেণীতে যখন আমি, আপাত কৌতুকপ্রদ আজম খানের সংগীতাঙ্গনে পথিকৃতের ভূমিকা , আর চিরনবীন শিল্পীর মুক্তিযুদ্ধে ঢাকায় অপারেশনগুলোর কথা ততদিনে বেশিরভাগই জানা ।রোজ রোজ তাকে তখনও দেখি , কিন্তু অন্য দৃষ্টিতে । চুলে একটু একটু পাক ধরছে কেবল , শরীরটা অবশ্য রয়ে গেছে আগের মতই। এমন বীরকে দেখলেই ভাল লাগে , কিন্তু সংকোচের কারণে কাছে গিয়ে কথা বলা হয়ে ওঠেনা।
সে বছরটি সাথে করে নিয়ে আসে নতুন চমক । ৯৯ এ বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলবে , চারদিকে সাজ সাজ রব। বিশ্বকাপের ৭/৮ মাস আগে ক্রীড়া ম্যাগাজিনের পাতা ওল্টাতে গিয়ে চোখ প্রায় বিস্ফোরিত হয় হয়। আজম খানের সাক্ষাৎকার "বিশ্বকাপ দলে জায়গা পেতে রাতদিন প্র্যাকটিস করছি-- আজম খান"। একে তো স্যাটায়ারের কনসেপ্টটা তখনও সেভাবে চালু হয়নি , তার উপর পুরো নিউজটাই যতটা না সিরিয়াস , তার চেয়েও সিরিয়াস আজম খান নিজে। ৫০ বছর বয়েসি আজম খানের ইচ্ছা জেনে আমি হতভম্ব হয়ে বসে থাকি। পরে অবশ্য শিল্পীদের খেয়ালী মনের কথা ভেবে ব্যাপারটা মনে মনে উড়িয়ে দিই।
জসিমউদ্দিন রোডে আজম খানের প্রতিবেশি তখন আমার এক দুঃসম্পর্কের চাচা । তাকে খবরটার কথা বলতেই চাচা জানান , আজম খান দারুণ খেলেন , জায়গা পেয়েও যেতে পারেন !! মনে পড়ে , এরপর আজম খান কোন ক্লাবে খেলেন , সেটা নিয়েও খোঁজ খবর করি।
মতিঝিল মডেল থেকে মতিঝিল আইডিয়ালে চলে আসার পর আজম খানকে আর রোজ রোজ চোখে পড়ে না। এসএসসির পর নটরডেম কলেজ ভর্তি হই, আবার দেখা মিলতে শুরু করে তার। চামড়ায় সামান্য একটু ভাঁজ আর কিছু পাকা চুল ছাড়া ৫০ বছর বয়েসি লোকটিকে তখনও রীতিমত তরুণ লাগে।
কলেজ ছু'টির পর ছেলেরা দল বেঁধে কলোনীর মাঠে কখনও কখনও যায় ক্রিকেট খেলতে। তাদের মুখে একদিন শুনি আজম খানের গল্প , আজম খান তাদের সাথে ক্রিকেট খেলে। অভিষেক টেস্টের পর টেস্ট খেলার জোয়ার তখন দেশে, ছেলেরা তিনদিন খেলা মিলিয়ে নিজেদের মত করে টেস্ট বানিয়ে নিয়েছে । সেখানে আজম খানের দলের অবস্থা খারাপ, কিন্তু আজম খান আউট হচ্ছেন না।
পরের দিন আজম খানের খেলা দেখতে আমিও হাজির হই , চারপাশে সুকান্তের ১৮ বছর বয়েসি নটরডেমের ২১ ছেলের দলটির মাঝে সবার চেয়ে উঁচুতে দাঁড়িয়ে সবচেয়ে তরুণ আজম খান। অদ্ভূত ব্যাপার , বলের পর বল ব্লক করে যাচ্ছেন তো যাচ্ছেনই , গতি , স্পিন , আর্ম বল সব বলেই নিখুঁতভাবে কেতাবী ঢংয়ে ঠেকিয়ে যাচ্ছেন, আউট হওয়ার নাম নেই, মাঝে মাঝে ওভারের শেষ বলটায় সিংগেলস নিয়ে স্ট্রাইক নিজের হাতে রাখছেন। এক পর্যায়ে মনে হয় তার নিজের দলও একটু হতভম্ব । বিপক্ষ তো মহাবিরক্ত, রাগে গজরায় ফিল্ডাররা , "খাইস্টার মত ব্যাট করতেসে, রানও নাই , আউটও নাই"। আজম খানের বিকার নেই , দিনের খেলা শেষ হয় , আজম খান দাঁড়িয়ে থাকেন
তারপর মতিঝিল পাড়া ছেড়ে চলে আসি একদিন , তাকে ঘিরে স্মৃতিগুলো জমাট বেঁধে যায় শৈশব হয়ে , সে স্মৃতি আর বাড়ে না
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ , ঠিক করে দিয়েছি।
নটরডেম কোন গ্রুপ , ভার্সিটি নাকি চালু হচ্ছে ? কবে শুরু হবে?
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০০
মাক্স বলেছেন: কলেজে উঠার পরই প্রথম সামনাসামনি দেখেছিলাম। প্রায় প্রতিদিনই কলেজে যাওয়ার সময় দেখতাম উনাকে। আমিও প্রথম কয়েকদিন বুঝতেই পারি নাই যে ইনিই আজম খান।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: নটরডেম-মডেল-আইডিয়ালের প্রতিটা ছাত্রই সম্ভবত কোন না কোন সময় তার দেখা পেয়েছে । আশপাশের এলাকায় পায়ে হেঁটে খুব যাতায়াত করতেন
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
শের শায়রী বলেছেন: আমাদের সময় অবিসবিদিত গুরু।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: সেটাই
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
হাসান মাহবুব বলেছেন: গুরু সম্পর্কে এমন লেখা আগে পড়িনি। খুব মজা পেলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন:
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
আহসান হাবিব হীমূ বলেছেন: এই লেখায় প্লাস না দিলে পাপ হইব।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
েরজা , বলেছেন:
আহসান হাবিব হীমূ বলেছেন: এই লেখায় প্লাস না দিলে পাপ হইব .
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
শাহিন বলেছেন: আমার বাবা বাংলাদেশ ব্যাংকে চাকুরী করতেন সেই সুবাদে বাংলাদেশ ব্যাংক কলোনী, মতিঝিলে অনেক বছর থাকা হয়েছে । তখন গুরু আজম খানকে দেখতাম । দিনের পর দিন দেখেছি কখনো কথা বলা হয়নি । উনাকে দেখলেই মনে হত ধ্যান করছেন । "চোখ খোলা তবুও চোখ বুজে আছি"র মত ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
মেহরাব শাহরিয়ার বলেছেন: এক্সাকটলি , সে কারণেই দৃষ্টি এড়ানো কঠিন ছিল
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: আজম খান আর সমচার
পোস্ট ভাল লাগার
শুভকামনা
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভকামনা আপনার জন্যও
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: পপগুরু আযম খান মুক্তিযোদ্ধাও ছিলেন আর ক্রিকেটারও ছিলেন।তবে তিনি বাংলাদেশের পপগুরুন এভার গিন তরুণও ছিলে..........অভিমানী কোথায় তুমি লুকিয়েছিলে আনপ্যারারালাল
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: বদলে যাননি কখনও , অবাক ব্যাপার । বেঁচে থাকলে এখনও একই রকম তাকে আমরা হয়ত দেখতে পেতাম
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
কুন্তল_এ বলেছেন: অন্য আজম খান ... এভারগ্রীণ আজম খান। +++
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
রৌহান খাঁন বলেছেন: গুরু রে সালাম
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: না ফেরার দেশে তিনি ভাল থাকুন
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮
জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: দারুন লিখেছেন তবে সম্পাদনার প্রয়োজন, একই লেখা বোধ হয় দুবার কপি পেস্ট হয়েছে ! আর একটা কথা, আমি নিজেও আপনার মত নটর ডেম কলেজের ছাত্র। ব্যাচ ২০১২