নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...!!!

.... !!!

ম. রহমান

স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]

ম. রহমান › বিস্তারিত পোস্টঃ

টক শোতে নির্বাচন নিয়ে অনেক কথা শুনি, এসব কেন শুনি না ...!!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

আমাদের দেশে সবাই সমস্যা নিয়ে কথা বলে কিন্তু সমাধান নিয়ে কেউ কিছু বলে না নাকি মাথায় থেকে কিছু বের হয় না ।

আসুন আমরা সমাধানের দিকে এগিয়ে যাই ।



১. নবম জাতীয় সংসদ থেকে ১৮ জন সংসদ (৮ জন করে আওয়ামী লীগ + বি এন পি, ২ জন জাতীয় পার্টি) বাছাই করতে হবে ।যারা আগামীতে গ্রহনযোগ্য নির্বাচন পরিচালনা করবেন ।

২. মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কালীন সময়ের জন্য মিনিষ্টারের দায়িত্ব বন্টন করবেন ।

৩. ঐ ১৮ জন কখনোই আর জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন না এমনকি বাংলাদেশে উনারা আর কখনোই সংসদ সদস্য এবং মিনিষ্টার হতে পারবেন না ।

৪. একই ব্যাক্তি মোট ১৫ বছরের বেশী প্রাইম মিনিষ্টার পদে থাকতে পারবেন না।

৫. বিরোধী দলের রাজনীতিবিদের মুক্তি দিতে হবে ।

৬. আগামী ৩ মাসের মাঝে নির্বাচন দিতে হবে ।

৭. নির্বাচনের শেষ হওয়ার আগে কোন প্রকার জোট করা যাবে না ।

৮. যারা আগে কখনোই সংসদ সদস্য ছিলেন না, উনারা নির্বাচন করতে চাইলে বি.এ পাশ হতে হবে ।

৯. প্রত্যেক টা দল কেই ৩০০ আসনে নির্বাচন করতে হবে অন্যথায় দলের রেজিষ্টেশন বাতিল হয়ে যাবে ।

১০. হরতাল /অবরোধ আইন করে এখনই বন্ধ করতে হবে ।

১১. যারা সরাসরি নাশকতায় (পরিবহনে আগুন, ককটেল বিস্ফোরন, স্কুল কলেজে আগুন ইত্যাদি)অংগ্রহন কালে ধরা পরবে অন্তত ৫ বছরের জেল এবং বড় অংকের জরিমানা করতে হবে ।

১২. বিচার বিভাগ (আইন-আদালত), পুলিশ বিভাগ আর নির্বাচন কমিশন কে কোন প্রকার হস্তক্ষেপ করা যাবে না ।



এখানে ১২ টা পয়েন্ট লিখলাম, আরো অনেক পয়েন্ট আছে, আপনাদের উপর ছেড়ে দিলাম বাকিগুলো শেয়ার করার জন্য ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

গ্রাম্যবালক বলেছেন: নীতিবাক্য-- আমজনতা পকেটে নিয়া এখন ও রাস্তায় ঘুড়ে বেড়ায় । আর রাজনীতি বিদরা লুটপাট আর দুর্নীতির প্রতিযোগিতায় বাস্ত।

এইবার বুঝতেছেন আমরা কোণ সর্গে বাস করি।।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

ম. রহমান বলেছেন: হতাশ হবার কিছুই নেই । চারপাশের আবর্জনা দেখে হতাশ না হয়ে ও উপায় নেই । আবর্জনা পরিষ্কার করলেই কিন্তু বসবাসের শ্রেষ্ট জায়গা হবে আমাদের এই মাতৃভূমি । পরিবর্তন একদিন হবেই, পরিবর্তন হতেই হবে ।
ধন্যবাদ গ্রাম্যবালক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.