![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
ভূবন মাঝে যাহা আড়ষ্ট রুপহীন
তাহা কারো নয়; কর্তাবিহীন
ব্যপক অসাড়তার আলোড়িত ব্যপসা মাত্র।
বিগত আসেনা ফিরে নজরে
তারে পাই তবু যেন লৌকিক দৃষ্টিপাতে
প্রত্যক্ষ অনুভূতি কিংবা প্রযুক্তির গগনে।
অপকর্মময় সে প্রাচীন চরিত্র বেশ
অলকে করে নাটকীয় ধারন
আধুনিকতারে দানে প্রতিক্রিয়াশীল খাঁচা।
নবজাতক জন্মেই মরে বদমাশি নৃত্যে
তারা চায় আরো
যদিও কতক জানে
এই অন্ধতার নেই মানে
বাকীরা চাটুকার অনুশিষ্য বেশে।
©somewhere in net ltd.