![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিলেন রাজনীতির এক ঘুন পোকা। আওয়ামী লীগের কোলে আশ্রয় পেয়ে এক লাফে হয়ে গিয়েছিলেন তথ্যমন্ত্রী। আর তথ্যমন্ত্রী হয়েই নিজেকে যেন কি ভেবে বসেছিলেন! কথায় কথায় বিরোধী নেতাদের টিটকারি, বিদ্রুপ যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সারাদেশে খুঁজলে তার দলের ৫ হাজার কর্মী পাওয়া যাবে কিনা সন্দেহ - সেই কেউকেটা হয়ে উঠল আওয়ামী লীগের কোলে চড়ে নৌকা প্রতীকে ভোট করে। হেফজতের শফি আহমদকে তেঁতুল হুজুর আখ্যায়িত করে তিনি পরিচিত হয়ে গেছিলেন তেঁতুল মন্ত্রী বলে। খালেদা জিয়াকে নিয়ে অভব্য অভদ্র উক্তি আর পরচর্চার জন্য তাকে আড়ালে বলা হত খালেদা জিয়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান।
সুদিন বেশিদিন থাকেনা। বাঘ হরিণ শিকার করলে হরিণের নাড়িভুঁড়ি শিয়ালের ভাগে জোটে। ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ তাকে হরিণের আস্ত রান উপহার দিয়েছিল বলে সে এখন নিজেকেই বাঘ ভাবতে শুরু করে দিয়েছিল। তার উচিত শিক্ষা এখন পেয়েছে। তার সাধের মন্ত্রীত্ব অন্য কাউকে দিয়ে দেওয়ায় ইনুর এখন বুকে ব্যাথা আরম্ভ হয়ে গেছে। নিজেকে আবার শেয়ালের রূপে দেখে আতঙ্কে অজ্ঞান হয়ে যাওয়ার মত অবস্থা হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
আমরা তার আহত শরীর ও ভেঙ্গে টুকরা হয়ে যাওয়া মনের দ্রুত আরোগ্য কামনা করছি।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: আপনি তো পুরো দেশের হিসেব দিয়েছেন, খোদ তার নির্বাচনী এলাকাতেও হারিকেন জ্বেলে খুঁজলে কোন সমর্থক পাওয়া যাবে কিনা, সন্দেহ ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো গুজব শুরু।
আসল ঘটনা হচ্ছে উনি নিয়মিত চেকাপের জন্য একটি বেসরকারি হাসপাতেলে গেছিলেন।
চেকআপ শেষে বাসায়ও চলে আসেন।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
বাংলার মেলা বলেছেন: ও তাই নাকি? স্যরি ভুল হয়ে গেছে - মাফ করে দিন। আসলে বুকে ব্যাথার খবর এর আগে কোনদিন পত্রিকায় আসেনি তো তাই
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
আখ্যাত বলেছেন: ব্যাবহৃত টিস্যু পেপার কেউ যত্ন করে রেখে দেয়?
ডাস্টবিনে ফেলে দেয়।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮
বাংলার মেলা বলেছেন: কিন্তু ব্যবহৃত টিস্যু পেপার আবার ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
ইসিয়াক বলেছেন: জানলাম।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা একেবারে কাজের কাজ করেছেন।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
আবু তালেব শেখ বলেছেন: তেল বাবা
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
উনার কী অবস্থা? উনি কী এখনো প্রধানমন্ত্রীর বিশেষ দূত আছেন?
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
বাংলার মেলা বলেছেন: জাপা নেতারা সেরকমটাই স্বপ্ন দেখেছিলেন। এরশাদও চেয়েছিলেন ঐ রকম কিছু হতে। কিন্তু উনার বোন (!) চায় উনি বিরোধী দলীয় নেতা হোন, তাই দলের সংসদীয় দলের সভায় নেয়া সিদ্ধান্ত উনি তুড়ি মেরে উড়িয়ে দিলেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০
তারেক_মাহমুদ বলেছেন: এভাবে বলা উচিত নয়, দুটো ঘটনা সম্পুর্ণ আলাদা।