![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমজনতা আর কাক, এই দেশে দুইটার কোনটারই কোনো দাম নাই । তবু এদের সংখ্যাই বেশী ।
আমার মা বান্দরবন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ কেরেছেন, সাথে আমার স্ত্রী আর তিন বছরের কন্যাও আছে। কাজেই আমাকে তো এবার গইড হতেই হবে। কিন্তু..., কেমনে কি?
অভিগ্ঘ ট্রাভেলার ভাই ও বোনেরা, বান্দরবন ভ্রমনের ব্যপারে তথ্য দিয়ে একটু সহায্য করবেন প্লিজ।
- সাম্ভব্য ভ্রমন ১৬/১০/১৪ (রাতে রওয়ানা)- ১৯/১০/১৪ (ঢাকা ফেরা)
অথবা ২৩/১০/১৪ (রাতে রওয়ানা)- ২৬/১০/১৪ (ঢাকা ফেরা)
- ঢাকা- বান্দরবন= বাস কোনটা ভাল হবে?
- থাকার জন্য কিছু হোটেলের/ রিসোর্টের তথ্য দিয়েন।
- কোন কোন স্থানে সইট সিংএ যাওয়া যেতে পারে? সহজ যাতায়াত?
উল্লেখ্য, খুব বেশি খরচ করার অথবা সেই অর্থে বিলাসিতা করার সামর্থ্ আমার নাই। কিন্তু ফেমিলি ডিমান্ড বলে কথা...। তাই সুলভে একটু ভাল যাতায়াত আর থাকা খাওয়ার তথ্য ই প্রয়জোন।
আশা করি ঘুরে এসে অন্তত কিছু ছবি আপনাদের দেখাতে পারব।
অগ্রিম ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০
কাক পাখি বলেছেন: মেইল পাঠিয়েছি। ধন্যবাদ ভাই।
২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪
সাদা মনের মানুষ বলেছেন: দুই দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়াঃ ৫০০০-৬০০০ টাকা।
.......এক্ষেত্রে আপনি সিএনজি ব্যব হার করলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে।
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২
কাক পাখি বলেছেন: ধন্যবাদ ভাই। থাকার জন্য কিছু হোটেলের/ রিসোর্টের তথ্য থাকলে দিয়েন।
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০
রহমান,তানভীর বলেছেন: You can stay in Hotel Plaza Bandarban, good place and possibly lowest cost. We stayed there. Double bed 1350 BDT per day. Nearest from bus stand, so no worry. And please do not take ride offered by hotel boys. They tend to cost 500-1000 BDT at least. Go to bazaar and bargain it yourself. Nice place to spend vacation in. Happy journey!
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮
কাক পাখি বলেছেন: ধন্যবাদ রহমান,তানভীর ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: দুই দিনের ট্যুরে গেলে বান্দরবান শহর, নীলাচল, চিম্বুক, মেঘলা আর শৈল প্রপাত দেখতে পারেন। তিনজনে খরচ পড়বে
বাসেঃ ঢাকা - বান্দরবন -ঢাকাঃ আসা যাওয়া ৬৫০ গুন ৪ গুন ২ = ৫,২০০টাকা
হোটেল ভাড়া রুম প্রতি ১২০০-২৫০০ টাকা
দুই দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়াঃ ৫০০০-৬০০০ টাকা।
অন্যান্য খরচ/পকেট মানি - ৫০০০ টাকা
সব মিলিয়ে আশা করি ৩৫,০০০-৪০,০০০ এর মধ্যে হয়ে যাবে।
খরচ কমানোর আমার নিজস্ব কিছু টিপস আছে। জানতে চাইলে মেইল করুন [email protected] এ। ফিরতি মেইলে পেয়ে যাবেন সে সব টিপস। আর অন্ম্য কিছু জানার থাকলেও মেইলে উল্লেখ করুন।