নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ মুক্তিযুদ্ধের চেতনা বনাম রাজনৈতিক ইসলাম

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

মুক্তিযুদ্ধের পূর্বাপরঃ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীরা এবং তাঁদের এদেশীয় দোসরেরা সকল হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদিকে হালাল করতে যে 'অস্ত্রটি' সবথেকে বেশি ব্যবহার করেছিল সেটি হলো পবিত্র ইসলাম ধর্ম। এমনকি তাঁরা মুক্তিযুদ্ধকে ধর্মের বিপরীতে দাড় করানোর হীন চেষ্টাও করেছিল। কিন্তু কোনকিছুতেই তাঁদের রক্ষা হয় নি। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁরা পরাজিত হয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী তাঁরা অপরাধী।



তাঁরা পরাজিত হয়েছে কারন, তাঁরা যে ধর্মকে ব্যবহার করেছিল সেটা এদেশের মানুষের পালনীয় কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলাম নয়। তাঁদের ইসলাম মুলত রাজনৈতিক ইসলাম। আর সে কারনেই বাঙালি মুসলমান বিশ্বাস করেনি। তাঁরা যে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেও পরাজিত হয়েছে এটাই আসল কারন। কেননা, তাঁরা এই ধর্মের ব্যবহার খোদ মুসলমানদের উপরেই করেছিল ধর্ষণ আর অন্যান্য অপরাধকে হালাল করতে এবং পাকিস্তানের অখন্ডতা রক্ষা করতে। এই জঘন্য মিথ্যাচারের কারনেই তাঁরা ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে। যদি সত্যিকার ইসলামের নামে কিছু করতো নিশ্চয়ই পরাজিত হতে হতো না।



বর্তমান অবস্থাঃ মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদা হিসেবেই সেই সব পরাজিত অপরাধীদের বিচার করছে। সেই বিচারের বিষয়েই তরুন প্রজন্ম যখন পুনরায় আন্দোলনে নামল একটি গোষ্ঠী শুরু থেকেই বিরোধীতায় মরিয়া হল। তাঁদের আশ্রয়দাতা নানান কথা বলতে থাকল। শর্ত সহযোগে সমর্থন দিয়েও আবার পিছিয়ে গেল। নেমে পড়ল একাত্তরের কায়দায় ধর্মের অপব্যবহারে। আস্তিক-নাস্তিক বিতর্কের ঝর তুলল। দাঙ্গা লাগাইল। তাতেও যখন কাজ হয় নাই তখন হেফাজতে ইসলামের মোড়কে তাঁরা আবির্ভূত হলো। একাত্তরের সঙ্গে সময়ের ব্যবধান হলেও চলমান পবিত্র ইসলামের নামে 'রাজনৈতিক ইসলামের' ব্যবহার এক ও অভিন্ন।



মুসলিম লীগ হতে চাওয়াদের বক্তব্যঃ

মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে যাচ্ছেন, সরকার দেশকে দুই ভাগে বিভক্ত করছে। হ্যা, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এই বিভক্তির জনক স্বয়ং জিয়াউর রহমান। রাজাকারদের পুনর্বাসনের মাধ্যমেই উনি বিভক্তিকে পানি ঢেলে সতেজ করে এখন পরপারে শান্তিতে ঘুমাচ্ছেন। আর বেগম জিয়া রাজাকারদের রক্ষা করার হুকুমতে রব্বানীয়া জারি করে সেটাকে চাঙ্গা রাখছেন। আর আপনি সেই প্রচারেই মাঠে নেমেছেন। আপনারা ভুলে গেছেন এই বিভক্তি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ও বিপক্ষে। বিপক্ষে অবস্থানকারীরা অবশ্যই সংখ্যালঘু।



মির্জা সাহেব এখন বলছেন, সরকার মুক্তিযুদ্ধকে ইসলামের বিপক্ষে দাড় করিয়েছে। হ্যা, মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে। তবে এই ইসলাম এদেশের সাধারন মুসলমানের পালনীয় ইসলাম নয় এটা এক বিশেষ ধরনের রাজনৈতিক ইসলাম। যার জনক স্বয়ং মাওলানা মওদুদী। আর পচাত্তরের পরে আপনার নেতাই 'ইসলামী বাংলাদেশ' গড়ার পথে পা বাড়িয়ে এই দ্বন্ধের সুচনা করে গেছেন। আপনার নেত্রী 'বাংলা ভাই' তৈরি করার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়নে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনি শুধু প্রচারের দায়িত্ব পালন করছেন।



শেষকথাঃ এবারেও আপনারা পরাজিত হবেন। কারন, আপনারা যে ইসলামের ধোয়া তুলছেন সেটা আসল ইসলাম নয়, এটা রাজনৈতিক ইসলাম। মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত ইসলাম কখনো পরাজিত হতে পারেনা। দোহাই, এভাবে ইসলামকে অবমাননা করবেন না। আল্লাহ সইবে না। আর সইবে না বলেই পাকিস্তানীদের মতোই পতন অনিবার্য আপনাদের।



পাদটীকাঃ আপনাদের পরাজিত হবার লক্ষন হলো, গতকাল হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে বলেছে, ইসলাম রক্ষায় সকল মুসলমানকে তাঁদের সঙ্গে যোগ দিতে। কিন্তু সকল মুসলমান দুরের কথা মাত্র কয়েক হাজার মাওলানা মওদুদীর প্রনীত রাজনৈতিক ইসলামেরঅনুসারি ছাড়া অন্য কোন মুসলমান যোগ দেয় নি। আরো বলেছে, যারা বাধা দিবে বা বিরোধীতা করবে তাঁদের উপরে আল্লাহর গজব পড়বে। খোজ নিয়ে দেখুন এখনো কোথাও কোন গজব পড়েনি। আল্লাহর রহমতে আপনাদের পরাজয় নিশ্চিত কেননা, আপনাদের ব্যবহৃত ইসলাম ভাওতাবাজির ইসলাম তথা রাজনৈতিক ইসলাম। দয়াকরে একাত্তরের 'দৈনিক সংগ্রাম' পত্রিকা পড়ে দেখুন। কথাগুলো একই কায়দায় চলছে। আর অন্যান্য আলেমগন আপনাদের সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে আমি আর কিছু বললাম না।



জয় আমাদের হবেই। কেননা, পরাজয় আপনাদের অনিবার্য পরিনতি।



জয় বাংলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

মিলন পাঠান বলেছেন: এই দেশ সকলের। সকল ধর্মের অনুসারিদের। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। রাজনৈতিক ইসলামধারীরা এদেশে একাত্তরেই পরাজিত হয়েছে। তাদের জনক মওদুদী।

আর মুসলমানদের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ- এবং রাসুলের অনুসারীদের এই দেশ। কোন রাজনৈতিক ইসলাম ধারীদের এই দেশ নয়। তারা ক্ষমতা লোভী এবং একাত্তরের ধর্ষকদের রক্ষক, তাদের জন্য এই বাংলা হারাম।

যারা ধর্মের অবমাননাকারী তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। হতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.