![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা এক রাস্তার দু পাশে দুইটি শ্রেনীর রাজত্ব ছিলো। রাস্তার ডান পাশে ছিলো কুকুর দের রাজ্য আর বাম পাশে মানব রাজ্য। একদিন মানব রাজ্যর এক সামর্থ্যবান যোদ্ধা কুকুর রাজ্যর এক সাধারন নাগরিক কে একাকি পেয়ে আক্রমন করে বসলো। প্রাণ ঘতি আঘাতে কুকুরটির প্রাণ ওষ্ঠাগত প্রায়। তার ত্রাহি ত্রাহি রবে আকাশ বাতাশ প্রক্রম্পিত হইতে লাগলো। তার চিৎকারে কুকুর সম্প্রদায়ের সব যোদ্ধারা একত্রিত হইয়া আক্রমন করে নিরিহ কুকুর টিকে উদ্ধার করলো।
এর কিছু দিন পরেই মানব রাজ্যর রাজা তার যোদ্ধাদের নিয়ে রাস্তায় ঘুরতে আসলো।
কুকুর দের কয়েকজন যোদ্ধা তাদের সাধারন নাগরিকের অপমানের প্রতিশোধ নিতে তাকে আক্রমন করলো। রাজার সাথে যারা ছিলো তারা নিরাপদ দুরত্বে দাড়িয়ে রাজার প্রতি হাত তালি ও উৎসাহ বেঞ্জক কথা বলাতেই ব্যাস্ত রাখলো নিজেদের কেউ এগিয়ে এলো না । রাজা কয়েকনিমিশেই কুকুর যোদ্ধাদের কাছে পরাজিত হলেন আর মৃত্যু তাকে আলিঙ্গন করলো।
মোরাল অফ দ্যা স্টোরি ঃ কুন মুরাল নাইক্কা উক্ষে ফ্রান্স
©somewhere in net ltd.