![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের দুয়ারের পাশে,
মাকরশার জালে
জমে থাকা শিশির
ছুঁয়ে দেখতে চাই।
অল্পাসের চুড়ার পরে
সূর্যাস্তের রঙ্গে,
চোখ রাংগাতে চাই।
সিঙ্ঘল সমদ্রের পানিতে
ক্লান্ত পায়ের পাতা ভেজাতে চাই।
মাচুপিচুর শহরে
প্রতিটি অলিতে গলিতে
প্রাণের কলরব শুনতে চাই।
গুলিস্থানের ভীরে
আমি হারিয়ে যেতে চাই।
আফ্রিকার সাভানায়
আমি মিশে যেতে চাই।
প্রতিদিন আমার হাজার মৃত্যুর ভীরে
দ্বিতীয় মৃত্যুর আগে আমি
আবার বাচতে চাই।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪২
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪২
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর ।