![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই জনারণ্যে,
অজুত নিজুত প্রাণের ভীরে
ধুলি ধূসর শহরের
কংক্রিটের কঙ্কালে,
আটকে থাকা স্বপ্ন ।
আকাশ খুজে ফেরে ।
হয়তো স্বপ্ন না হয়তো
সুধু বেচে থাকার আকুতি,
নিদারুন আক্রশে মুক্তি চায়।
এই জনারণ্যে
হাজারো লাশের ভীরে,
ভোরের কুয়াশায় সিক্ত হয়ে
আলো আধারিকে চোখ রাঙ্গিয়ে
বিভেদের সব দেয়াল খুড়ে
একটি কলি ফুল হয়ে ফুটতে চায়।
এই জনারণ্যে
একটি প্রাণ,আপন আলোয় বাচতে চায়।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।