![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার নামে লেখা এক
বেনামি চিঠি।
লাইনে লাইনে ছিটকে থাকা
ভালবাসা।
ছন্দ ছাড়া সাজানো সব
রংগিন স্বপ্ন।
যত্নে আকা মার্জিনের বাইরে সব
ডুডোল।
কয়েক ভাজে লেপ্টে থাকা
মন কোমল।
ধুসর খামে ভরে রাখা
সকল অনুভুতি।
সাথে থাকা গোলাপের
সতেরটি পাপড়ি।
তুমি খুলে দেখোনি কখনো।
ছুয়ে দেখনি।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১:৪৮
মেরুদণ্ড হীন বলেছেন: অবশ্যই চেস্টা করবো ধন্যবাদ
২| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৬:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খারাপ না।
চালিয়ে যান।
আপনাকে দিয়েই হবে।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১:৪৯
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, ভালো লেগেছে।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১:৪৯
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই জুলাই, ২০২০ সকাল ৮:৫৮
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর! শুভ কামনা।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১:৫০
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
৫| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১:৫০
মেরুদণ্ড হীন বলেছেন: শুকরিয়া
৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ২:০১
কবিতা পড়ার প্রহর বলেছেন: আমিও লিখই এমনই সব বেনামী চিঠি।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৩
মেরুদণ্ড হীন বলেছেন: লেখা চালিয়ে যান। অনুভুতি গুলো খামে আটকান ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:৩২
নেওয়াজ আলি বলেছেন: রঙ্গিন স্বপ্ন নিয়ে আবার লিখুন