![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিক শব্দ হীন ।
অনন্ত সিমাহীন ।
সুর্যের কাপুরষতায়,
ধুসর শহরের মানুষেরা্
চলছে পাশাপাশি ,
বিনিদ্র সব প্রহরের হতাসায় ।
অনন্ত অসিম।
তোমার প্রতি শ্বাসে,
বিষন্ন কামনা।
তোমার বাতাসে্ ,
ভাসে মৃত্যু গন্ধ।
তোমার গভিরে
নিলাভ অশুখ।
তোমার দেহে,
পাপের আবরন।
তোমার দরজাতে
নেরেছি করা আমি
বারে বারে
শিতল শুন্যতার আঘাতে
হারিয়েছি শত বার ।
ক্ষনে ক্ষনে তোমার ছায়া
বদল হতে দেখেছি ।
এক মহাকাশ ঘুরে এসে
দেখি তোমার মাঝে
আমার আমি নেই ।
তারপর আমিও বদলে গেছি।
২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮
নেওয়াজ আলি বলেছেন: আচ্ছা সূর্যের কাপুরুষতা কেন । আর হতাশায় পড়া ভালো না
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২০ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: বেনামি সম্পত্তিও হয়।