![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আততায়ী জোৎস্না নেমেছে,
আধাঁর এ নগরীতে।
ভিজে যাচ্ছি অকাতরে।
তুমি আমি আমরা।
বাধাহীন স্বপ্নে বিভোর,
নির্ঘুম জোড়া জোড়া চোখ,
অজুত নিজুত কোটি কোটি।
গিলছে মায়াবি আলো
নিষ্পলক, আধাঁর এ নগরীতে।
©somewhere in net ltd.