![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক বাবুই পাখির মত
মমতায় একটি ঘর
বাধার স্বপ্ন ছিলো,
হয়তো সেটা স্বপ্ন ছিলো না-
কোন অপুষ্ট কল্পনা ছিলো।
সবটুকু দিয়ে শুধু,
তোমায় আগলে রাখার ইচ্ছে ছিলো।
তোমাকে না পাওয়াটাই
দুঃস্বপ্ন ছিলো।
হয়তো সেটা ইচ্ছা ছিলো না,
হয়তো সেটা অবাধ্য মনের,
দাবি ছিলো।
যে জীবন পথিকের ছিলো,
সেটা পথিকের ই আছে।
শুধু পথের হদিস টা
ঝড়ো হাওয়ার তোরে
হারিয়ে গেছে চিরতরে।
হয়তো সেথায় পথ
কখনোই ছিলো না।
কিংবা ছিলো কিন্তু আমার জন্য না।
তারপর ও লাখ লাখ সেকেন্ড যায়
মিনিট যায়,
ঘন্টা যায়,
মাস যায়,
বছর যায়।
আবার তারা যায় না।
ফিরে আসে বুমেরাং এর মত।
হয়তো বেঁচে আছি
অথবা মরে আছি মরিচিকায়।
হয়তো বেঁচে থাকবো
ডানা ভাংগা প্রজাপতি হয়ে,
কিংবা হারিয়ে যাবো
ধুসর কুয়াশায়,
ভোরের শিশিরের মত।
১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।