![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কিছু বলছে না,
কেউ কিছু জানছে না।
কেউ কিছু মানছে না -
প্রাগৈতিহাসিক আমিত্ব
কুরে কুরে খাচ্ছে।
জটায়ু যেমন খায় শিশু,
হরিনের ছিন্ন মস্তক।
সামাজীক বন্ধন নামহীন
এক মহাকাব্য সুধু আজ -
হিমালয় ছাড়িয়ে চলে যাওয়া!
দুরত্ব ঘুঁচাবার শক্তি কি
ডাম্রু বাদকের আছে ?
০১ লা জুন, ২০২১ রাত ৩:৪৬
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২১ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: কবিতা ভালোই হয়েছে।