![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আইডিতে প্রায় সব রকমের মানুষ নামক জীব আছে। আমার আইডি একটি প্রকৃত সোসাইটির প্রতিফলন মাত্র।
এখানে রিক্সাচালক থেকে শুরু করে কর্পোরেট হেড, পি.এইচ.ডি ধারি থেকে শুরু করে নিলখেত থেকে বানানো সার্টিফিকেটধারিও আছে।
আমি কাউকে বদার করিনা, বট গাছের মত চুপ করে দাড়ায়ে এদের তামাশা দেখি। মনে করেন এটা একটা রিয়ালিটি-শো এর মতই।
আমি অনেক শিক্ষিত সার্টিফিকেটধারিকেই মাটি কাটা যোগালির থেকে বাজে আচরণ ও ম্যানার মোরালিটির উদাহরন রাখতে দেখছি।
দিন শেষে এইযে আপার ক্লাস লোয়ার ক্লাস বা ক্লাসের ক্যাচাল এসবই ভাওতাবাজি। সবারই হোগা ঢাকতে কাপড় দরকার কেউ গুচির কিনে আবার কেউ গুলিস্থানের। দিনশেষে তা খুলে ও পরে যায়। কে কি করলো না করলো, আমার কি? আমি কালের শাক্ষী হয়ে খালি দেখি আর হাসি।
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮
মেরুদণ্ড হীন বলেছেন: আমি কালের সাক্ষি হইয়া আছি হুদাই
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
আসলেই হুদা; আপনি আছেন তো, নাকি আপনিও হুদা? পোষ্টটা হুদা, এটা ঠিক আছে।