নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরুদণ্ড হীন

আমি একটা আস্তাকুরের ঘোড়া জন্ম থিকেই একটি ছাড়া সবগুলো পা খোঁড়া

মেরুদণ্ড হীন › বিস্তারিত পোস্টঃ

যাদুর শহর

১২ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৩

একদিন রঙ্গিন স্বপ্নের শহরে,
ক্লান্ত এক প্রহরে।
ঘাতক বুলেট চিরে দেয়,
কাঠের চশমা।
অবাক চোঁখে তাকিয়ে দেখি
দিগন্ত জোড়া হাইরাইজ এর কংকাল;
আর অজুত-নিজুত শবেদের ভিড়।
নিজেকে খুঁজে ফেরার সাহস হারিয়ে যায়,
আত্মাদের পঁচা গন্ধে বন্ধ হয় দম।
টিক টিক করে ঘড়ির কাটা ঘুড়ছে হৃদপিণ্ডের যায়গাতে।
বুক পকেটের রাখা গোলাপ টা
শুকিয়ে গুড়ো হয়ে যায়,
সুর্য তার আলো হারিয়ে অন্ধকার বিলায়
হায়নার অট্টহাসিতে;
চারিদিক কেপে ওঠে
মায়াল এর ঘস্টে চলা দাগ
রাস্তায় স্পস্ট বুঝা যায়
তারপর এক রাস টাটকা
আঠালো লাল রঙ ছিটকে বের হয়;
সব কিছু লাল হয়ে পরে
কোটি বছরের পুরানো অতল অন্ধকার,
ও গোলাপ এর কলির মত লাল আর তাজা মনে হয়।
কিন্তু কোন মন মাতানো গোলাপের ঘ্রাণ আর পাওয়া যায় না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১১

অধীতি বলেছেন: সুন্দর+

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫৫

মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর শুভকামনা

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫১

মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.