![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন রঙ্গিন স্বপ্নের শহরে,
ক্লান্ত এক প্রহরে।
ঘাতক বুলেট চিরে দেয়,
কাঠের চশমা।
অবাক চোঁখে তাকিয়ে দেখি
দিগন্ত জোড়া হাইরাইজ এর কংকাল;
আর অজুত-নিজুত শবেদের ভিড়।
নিজেকে খুঁজে ফেরার সাহস হারিয়ে যায়,
আত্মাদের পঁচা গন্ধে বন্ধ হয় দম।
টিক টিক করে ঘড়ির কাটা ঘুড়ছে হৃদপিণ্ডের যায়গাতে।
বুক পকেটের রাখা গোলাপ টা
শুকিয়ে গুড়ো হয়ে যায়,
সুর্য তার আলো হারিয়ে অন্ধকার বিলায়
হায়নার অট্টহাসিতে;
চারিদিক কেপে ওঠে
মায়াল এর ঘস্টে চলা দাগ
রাস্তায় স্পস্ট বুঝা যায়
তারপর এক রাস টাটকা
আঠালো লাল রঙ ছিটকে বের হয়;
সব কিছু লাল হয়ে পরে
কোটি বছরের পুরানো অতল অন্ধকার,
ও গোলাপ এর কলির মত লাল আর তাজা মনে হয়।
কিন্তু কোন মন মাতানো গোলাপের ঘ্রাণ আর পাওয়া যায় না।
২৭ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫৫
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর শুভকামনা
৩| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫১
মেরুদণ্ড হীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১১
অধীতি বলেছেন: সুন্দর+