![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুসর মেঘের ছায়ার ঘেঁষে,
মন টা আমার ভেসে ভেসে,
হঠাত যদি দারিয়ে শেষে,
বলে বাসি তোমায় আমি ভালো।
যদি তুই হস রে রাজি ।
রাখবো আমার জীবন বাজি।
হাত টা ধরে দেখবো চাদের আলো।
তেপান্তরের মাঠটা জুরে
দেবো তোরে প্রাসাদ গোরে
একবার সুধু বলিস আমায়
বাসিস ভালো তুই ।
২৭ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫৭
মেরুদণ্ড হীন বলেছেন: আচ্ছা,
ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: কয়েকটা বানান ভুল আছে। এডিট করে নেবেন।