![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিলোত্তমা এই শহরে
তোমার কথা কেউ ভাবে না।
বহু সবুজের কংকাল আর
স্বপ্নের আবরনে ঢাকা,
ঘামে ভেজা বাস্তবতায় তোমার কথা কেউ ভাবে না।
ধুলায় ধুসর ইচ্ছা গুলো
মেখে গায়ে অন্ধকারে এই অলিতে গলিতে ,
চুপটি করে তোমার...
এই জনারণ্যে,
অজুত নিজুত প্রাণের ভীরে
ধুলি ধূসর শহরের
কংক্রিটের কঙ্কালে,
আটকে থাকা স্বপ্ন ।
আকাশ খুজে ফেরে ।
হয়তো স্বপ্ন না হয়তো
সুধু বেচে থাকার আকুতি,
নিদারুন আক্রশে মুক্তি চায়।
এই জনারণ্যে
হাজারো লাশের...
নির্বাক রুপালি সময়ে।
নিঃশ্বাস ছোয়া দুরত্বে ,
থেমে যায় গল্প গুলো।
রঙ হীন প্রজাপতির,
পাখার ভাজে ভাজে ,
লেগে থাকা দীর্ঘশ্বাস
বাস্তবতার ছবি আঁকে।
তবু চিবুকের স্বপ্নালু
তিল টা ছুতে চায়
বারবার নষ্ট মন।
ঘরের দুয়ারের পাশে,
মাকরশার জালে
জমে থাকা শিশির
ছুঁয়ে দেখতে চাই।
অল্পাসের চুড়ার পরে
সূর্যাস্তের রঙ্গে,
চোখ রাংগাতে চাই।
সিঙ্ঘল সমদ্রের পানিতে
ক্লান্ত পায়ের পাতা ভেজাতে চাই।
মাচুপিচুর শহরে
প্রতিটি অলিতে...
লাশেদের স্বপ্ন ভেজ,
এ যাদুর শহর।
এখানেই লেখা ,
তোমার আমার কবর।।
নিয়তির বাধনে বোনা,
আমাদের এই জীবন,
শত সহস্র শ্বাপদের,
কামুক ছোয়ায় গদ্য হয়ে
ছরিয়ে পরে প্রতিটি ধুলিকনায়।
এ...
তোমার ছোঁয়ায় তোমার কথায় বেধেছি এ গান,
তোমার তরে হাসি মুখে দিতে পারি জান ।
আমি আজও তোমায় নিয়ে ভাবছি
তোমায় ছবি বুকে নিয়ে সকাল...
তবে শোন আমি নীলকণ্ঠ হব।
তোমার সব গরল আমি আত্মভুত করবো।
উচু নিচু যত ভেদাভেদ সব
চঁচল নৃত্যে ধুলায় মিলাবো।
ধরনী তুমি দ্বিধা হও,
তবু তুমি শান্ত হও।
আততায়ী জোৎস্না নেমেছে,
আধাঁর এ নগরীতে।
ভিজে যাচ্ছি অকাতরে।
তুমি আমি আমরা।
বাধাহীন স্বপ্নে বিভোর,
নির্ঘুম জোড়া জোড়া চোখ,
অজুত নিজুত কোটি কোটি।
গিলছে মায়াবি আলো
নিষ্পলক, আধাঁর এ নগরীতে।
এ শহর বাউল হয়েছে।
শরৎ এর আকাশের মত।
তোমায় ভালোবেসে।
অলিতে গলিতে সুনামি
উঠেছে প্রেমের,তোমার দ্রোহে।
এ শহর ভুলতে শিখেছে।
কুয়াশা মোরা সকালের
ঝড়ে পরা শিউলি ফুলের মত ।
তোমার প্রেমের স্লোগান...
কন্যা তোমার রূপের জ্বালায় করছি হাঁসফাঁস
জাতীয় ভাবে তোমার জন্য আমি দিবো গলায় ফাঁস
লাগাম আমার তোমার হাতে যখন তখন টানো
তোমায় ছাড়া বাঁচবো নাকো এ কথা টা জানো?
আমাতেই আমার ধ্বংস আমাতেই আমার উত্থ্যান
তোমার তপ্ত রূপের আগুনে পোড়া আমার প্রেমের উপাখ্যান।
আমার রন্ধ্রে রন্ধ্রে আগুন
করে সুধু গুন গুন ,
কবে আসবে যে ফাগুন।
তোমার হাসি, তোমার রুপেরই আগুন
আমায় করেছে অর্থব করেছে বে-গুন
তুমি আমার নষ্ট মনে বৃষ্টি ঝরা গান,
তুমি আমার জীবনেতে ঝড়ের আহ্বান।
তুমি আমার নষ্ট মনে বৃষ্টি ঝরা গান,
তুমি আমার জীবনেতে ঝড়ের আহ্বান।
©somewhere in net ltd.