নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেসবাহ য়াযাদ [email protected]

মেসবাহ য়াযাদ

দেশটাকে অনেক ভালবাসি আমি। ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌ রোদ্দুর কে। ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে। ঘোরা, আড্ডা আর বিড়ি খাওয়ায় ক্লান্তি নেই একরত্বি... সারাটা জীবন ভরে যদি ঘুরতে পারতাম, আফসোস ! দেশের ৬৪ জেলা ঘোরা হয়েছে আমার। বিদেশ বলতে ভারত, নেপাল আর মালয়েশিয়া। সারা বিশ্বটা ঘুরতে যাবার বড়ো খায়েস...!

মেসবাহ য়াযাদ › বিস্তারিত পোস্টঃ

আরেকবার সাধিলে খাইবো...

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬

বিয়ের সময় মেয়ে পক্ষের কে জানি ছেলে পক্ষের কাকে অপমান

করেছে। এ নিয়ে অনেক হাঙ্গামা। খোদ জামাই ক্ষেপেছে

শ্বশুরবাড়ির লোকজনের উপর। তো, বিয়ের ৩/৪ দিন

পর জামাই গেছে শ্বশুরবাড়ি। শালা-শালীরা এটা

সেটা মস্করা করে। জামাই নির্বিকার। কোন

পাত্বা দিচ্ছে না ওদের। বেশ গম্ভীর।

বিভিন্ন রকমের নাস্তা দেয়া হলো

জামাইকে। কিছুই খেলো না

সে। রাতে চলে আসতে

চাইলো বৌ কে রেখে।

জোর করে সবাই

আটকে রাখলো...

জামাই গম্ভীর থেকে

গম্ভীরতর হলো। পোলাও

কোর্মা-মুরগী-গরূর গোশত

আরো নানা পদের খাবার দেয়া

হলো, রাতের বেলা। জামাই কিছুই

খাচ্ছেনা। তার এক কথা, সে এ বাড়িতে

কিছুই খাবে না। আপন, পাড়াতো, খালাতো,

মামাতো, ফুপাতো, চাচাতো শালা-শালী একবার

করে বলে গেল। জামাই এর এক কথা-আমি কিছু

খাবোনা। রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে গেল জামাই। ঘুম

আর আসেনা। বৌ বেচারী আস্তে করে বললো- খুব কি

ক্ষুধা লেগেছে ? জামাই আস্তে করে বললো- হু ! বৌ গিয়ে

ফ্রিজ থেকে ঠান্ডা খাবার নিয়ে এলো। ঠান্ডা খাবারই জামাই

খুব মজা আর তৃপ্তি নিয়ে খেল...। আহা ! বেচারা বেকুব জামাই !!

:):DB-);):P





মন্তব্য ৩২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০০

সিটিজি৪বিডি বলেছেন: হা...........য়..................রে..............জা.............মা.................ই!!!

২| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০০

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ.......

৩| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০২

বিষাক্ত মানুষ বলেছেন: লোক্টা কে !!!

(আপ্নে দেখি আমারে না নিয়া মাইজদি গেলেন !!! আমি সারাদিন বাস্ট্যান্ডে খাড়ায়া ছিলাম)

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৬

মেসবাহ য়াযাদ বলেছেন: কী করুম কন, যদি তোর যাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে....(ফাইজলামী করেন না ???)

৪| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০২

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: পোস্টের ডিজাইন্টা জুশ হৈছে :)

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৬

মেসবাহ য়াযাদ বলেছেন: ভেরি ভেরি থ্যাংকু...

৫| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭

মিলটন বলেছেন: আচ্ছা সত্যিই সেদিন আপনার খুব ক্ষুধা লেগেছিল? আহা.... জামাই বলে কথা.....

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৯

মেসবাহ য়াযাদ বলেছেন: হ, প্রআলোর ব্লগে নাম রেজিস্ট্রেশন আর নকল রেজিস্ট্রেশনের বাহার দেইখা গল্পটা মনে পড়লো...আহারে ! বাঁইচা থাকলে আরো কত কী দেখুম নে !!!

৬| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭

অপ্‌সরা বলেছেন: আমি আরো একটু বেশী জানি গল্পটার। জামাই বৌকে বল্লনা খাবার আনতে। নিজেই চুপি চুপি রান্নাঘরে গেলো খাবার খুজতে তারপর অন্ধকারে হুড়মুড় করে পড়ে শব্দ হতে বাড়ীর সবাই জেগে উঠলো । জামাইকে অন্ধকারে চোর ভেবে মাইর লাগালো।
অনেক চেঁচামেচির পরে যখন বুঝতে পারলো সেটা তাদেরই জামাই। তখন ভুল স্বীকার করে সাধাসাধি করে খাওয়াতে গেলো। আর জামাই অনেক রাগ করে থাকলেও ক্ষিধেয় পেট চো চো করছিলো তাই বৌকে বললো আরেকবার সাধো তারপর খাবো।

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০

মেসবাহ য়াযাদ বলেছেন: ওই হইলো আর কী...

৭| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭

বিষাক্ত মানুষ বলেছেন:
:):DB-);):P

৮| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮

ছাই চাপা আগুন বলেছেন: আমার আকিকা দেওয়া প্রতিষ্ঠিত নিকটা ফিরত চাই।

৯| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৯

জ্বিনের বাদশা বলেছেন: বস্, সত্যি কইরা কন জামাইটে কে? ;)

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৭

মেসবাহ য়াযাদ বলেছেন: কেমতে কৈ ? চিন্তা কইরা বাইর করেন...

১০| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৯

যীশূ বলেছেন: সব দেখি মাথার উপর দিয়া যায়! :(

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০

মেসবাহ য়াযাদ বলেছেন: আমি সোজা কইরা কিছু কৈতে পারিনা যে !!

১১| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৬

নুশেরা বলেছেন: "খাই আর কই, খাইতো একটু দই" ;)

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১

মেসবাহ য়াযাদ বলেছেন: তাও ভাল, সাধাসাধির আগেই বললেন-খান শুধু দৈ...!!!
(গল্পটা মনে করিয়ে দিয়ে আপনার মত বুদ্ধিমতীকে কিছু কি বুঝাতে পারলাম ???)

১২| ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪০

দূরন্ত বলেছেন: আমি একটু অন্যরকম ভাবে শুনেছিলাম। জামাইকে অনেক সাধাসাধির পরও পিঠে খাওয়ানো যায়নি। পরে রাতে জামাইয়ের ক্ষিধা লাগলে সে রান্নাঘরে গিয়ে দেখে সব শেষ। তাই সে হাড়ি চাটা শুরু করে। এসময় বাড়ির লোকজন দেখে বলে উঠে....
সাধলে জামাই খায়না পিঠে
রাত্তিরে জামাই হাড়ি চাটে।

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১

মেসবাহ য়াযাদ বলেছেন: হবে হয়তো

১৩| ২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

নাজমুল হুদা সুমন বলেছেন: প্র আ ব্লগে কি খালি জামাইরাই আছে...নাকি কিছু বউও জুটেছে ?

২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০০

মেসবাহ য়াযাদ বলেছেন: শুধু জামাই বৌ না। শালীরাও আছে ওখানে...

১৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২২

নিশাচর বলেছেন: গুরু পিলাচ...........+।

২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১

মেসবাহ য়াযাদ বলেছেন: একদিন দেরি হওয়াতে তোরে মাইনাস...

১৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৪

বাবুয়া বলেছেন: মেজবাহ ভাই, সত্যি করে বলুনতো-আপনি নিজেই কি ঘটনার নায়ক?
জোস হইছে............

২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০২

মেসবাহ য়াযাদ বলেছেন: প্রআলোর ব্লগে নাম রেজিস্ট্রেশন আর নকল রেজিস্ট্রেশনের বাহার দেইখা গল্পটা মনে পড়লো...আহারে ! বাঁইচা থাকলে আরো কত কী দেখুম নে !!!

১৬| ২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৪

ইউনুস খান বলেছেন: মাত্রতো শুরু পালোতে..............

দেখার আরো অনেক কিছু বাকি আছে..............

২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৬

মেসবাহ য়াযাদ বলেছেন: আমিও তাই কৈ @খান

১৭| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

নুশেরা বলেছেন: আমি বুদ্ধিমতী নই মেসবাহ ভাই। বুদ্ধি থাকলে কী আর কোথায় কে দাওয়াত পেল, কোথায় কে জেয়াফত দিল-- এসবের খোঁজ না রেখে বহু পরে শুনতে পাই আমিও নাকি খেয়ে এসেছি!!! এরপর যা যা শুনলাম তা আর নাই বলি।

নাহ্ রে ভাই, ক্ষুধা লাগলে খাই; হয় নিজের বাড়ীতে খাই, নয়তো সবার জন্য একই রেইট-- এমন দোকানে খাই। রবাহূত হয়ে খেতে যাইনা।

৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৯

মেসবাহ য়াযাদ বলেছেন: ...বাঁইচা থাকলে আরো কত কী দেখবেন, শুনবেন !!!

১৮| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৭

শিরোনামহীন বলেছেন: একটু একটু বুঝসি :|

৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০০

মেসবাহ য়াযাদ বলেছেন: বুদ্ধিমতী হোন, অল্প অল্প বুঝুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.