নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নহারা স্বপ্নবাজ আমি

মেশকাত মাহমুদ

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢুকে সে সম্পর্কে মন্তব্য করা উচিত না। যেকোন চরমপন্থা, হোক সেটা যেকোন ধর্ম অবলম্বন করে অথবা অন্য যেকোন মতবাদের উপর ভিত্তি করে, আমি ঘৃণা করি। শুরুতেই অহিংসা আর এখন ঘৃণা দুটো শব্দ পরস্পর বিরোধী হয়ে যায়। কিন্তু চরমপন্থার ক্ষেত্রে মানবজীবনের কোন মূল্য নেই। যে মতবাদের বাস্তবায়নে নিঃসংকোচে নির্দিধায় মানুষ হত্যা করা হয়, আমি যতটাই অহিংসতায় বিশ্বাস করি, ঠিক ততটাই ঘৃণা করি। সবার উপর মানুষের জীবন আর মৌলিক অধিকার সত্য, এর উপরে কিছু নাই। এটাই আমার জীবনের দর্শন। নিজে অসুস্থ হয়েও মানসিকভাবে অসুস্থ মানুষগুলোর এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে নিজে মনঃচিকিৎসক হওয়ার পথে অগ্রসর হচ্ছি। প্রতিটি মৃত্যু আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সবসময় একটা মানবতাবাদী সমাজের স্বপ্ন দেখি, যদিও জানি পৃথিবীতে হানাহানি কোনদিন শেষ হবেনা। তৃতীয় বিশ্বের মানুষের জীবন, প্রথম বিশ্বের একটা পোষা কুকুরের জীবনের মূল্যের থেকেও কম। এটা খুব ভাবায় আমায়। ব্যক্তি স্বার্থের ঊর্ধে উঠতে খুব ইচ্ছে করে। পারিনা, তবে চেষ্টা করে যায়। যেদিন SELF ACTUALIZATION আসবে সেদিন ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে যাবো, এই ভাবনাই হৃদয়ের বাম অলিন্দে, মস্তিষ্কের হিপোক্যাম্পাসে ধারণ করে যায়।।

মেশকাত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভবন নির্মাণের কাজ সরকার সমর্থক ছাত্রলীগ আটকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে, যার মধ্যে শেখ হাসিনা হলও রয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

ভবন নির্মাণের ঠিকাদাররা অভিযোগ করেছেন, চাঁদা না দেয়ায় শনিবার রাতে একদল ছাত্রলীগকর্মী তাদের কর্মচারীদের মারধর করে কাজ বন্ধ করে দেয়।



কাজ বন্ধ করে দেয়ার ঘটনাটি সত্য- স্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ওই কাজটি ছাত্রলীগ নয়, একদল ছাত্র করেছে।



বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশে শেখ হাসিনা হলসহ কয়েকটি ভবন নির্মাণের কাজ চলছে, যা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল’।



ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের কর্ণধার শাজাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি।



প্রশাসনিক কর্মকর্তারা জানান, শেখ হাসিনা হল নির্মাণে বরাদ্দ ১৩ কোটি ৭২ লাখ টাকা। এর বাইরে ১২ কোটি টাকায় জীব বিজ্ঞান অনুষদ ভবন এবং ৬ কোটি টাকায় ব্যয়ামাগার নির্মাণ হচ্ছে।



ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ছাত্রলীগ নেতারা তাদের কাছে চাঁদা চেয়ে আসছিলেন। শনিবার রাতে কাজ বন্ধ করে দেয়।



‘ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল’র ব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগ বরাদ্দের ৩ শতাংশ হারে চাঁদা দাবি করে। তা না দেয়ায় আমাদের শ্রমিক ও কর্মচারীদের মারধর করে কাজ বন্ধ রাখতে বলে যায়।”



এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণ কাজে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করায় সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কাজ বন্ধ রাখতে বলেছে।



“এটা ছাত্রলীগ করেনি। তবে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের এই উদ্যোগকে সমর্থন করে,” বলেন তিনি।



ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের কোনো নেতাকর্মী কোনো চাঁদা চায়নি বলে দাবি করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।



তিনি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার বিষয়টি প্রশাসন ও প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।



তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ তিনি পাননি।



কাজ বন্ধ করার বিষয়েও কোনো অভিযোগ তিনি পাননি বলে জানান।



সুভাষ দাশ জানিয়েছেন, কর্মীদের মারধর ও কাজ বন্ধ রাখার হুমকির বিষয়টি লিখিতভাবে রোববার চবি প্রশাসনকে জানানো হয়েছে।



তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি লিখিত কোনো অভিযোগ পাননি।



“আমি বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। কাল (সোমবার) এ বিষয়ে খোঁজ-খবর নেব।”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ওই কাজটি ছাত্রলীগ নয়, একদল ছাত্র করেছে।[/sb

এই পুলাগুলো আসলেই সোনার পুলা B:-)

১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মেশকাত মাহমুদ বলেছেন: সত্যি বলছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.