নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এম আর জান্নাত স্বপন, বাংলাদেশ ও বাংলা ভাষাকে খুব ভালবাসি। ব্লগিং করা উপভোগ করি
তুর্কীর ফার্স্ট লেডি এসে কাঁদলেন – মিডিয়া ফোকাস করলো ফার্স্ট লেডিকে – কান্নারত শিশু আর বৃদ্ধা মা হয়ে গেলো আউট অফ ফোকাস !
আপনি গেলেন, কাঁদলেন নির্যাতিত আর জীবন বাঁচাতে দেশান্তরী হওয়া মানুষগুলোর কষ্টের বর্ণনা শুনে, তাদের বর্তমান দুরবস্থা দেখে আর সঙ্গে সঙ্গে আপনি হয়ে গেলেন মেইন ফোকাস আর ওরা হয়ে গেলো আউট অফ ফোকাস !
আপনার কাছে সবিনয় নিবেদন, আপনি নিজে জানেন রিফিউজি হওয়ার মর্মপীড়া, আপনি নিজে জানেন সামরিক জান্তার বর্বরতা! আপনি নিজে জানেন মা-বোনদের লাঞ্ছনা আর তাদেরও পর বর্বরতার কাহিনী! আপনি চোখের পানি মুছে ফেলুন !মিডিয়ার ক্যামেরার ফোকাস তাদের ওপরেই যেন থাকে সে ব্যবস্থা করুন !
জাতিসংঘে আপনার স্থায়ী প্রতিনিধিকে নির্দেশ দিন তার প্রটোকল অক্ষরে অক্ষরে পালন করার জন্যে ! এখনই সময়!
আপনি আজ সকালে দপ্তরে এস আপনার ডিজিটাল বাংলাদেশ এর এডভাইজারকে তড়িঘড়ি প্রোগ্রাম তৈরি করতে বলুন এবং দেশে এসে এই শরণার্থীদের সাহায্য কার্যক্রম মনিটর করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে বলুন !
আপনি আর কাঁদবেন না! আপনি ফোকাস ওই অসহায় মানুষগুলোর ওপর থেকে যেন আর অন্য কোথাও না যায় সেদিকটা খেয়াল রাখবেন, এই প্রার্থনা! দি প্রবাসী ডট কম
©somewhere in net ltd.