![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাতার নিয়ে মধ্যপ্রাচ্যের নাটক দেখছি গত কিছু দিন যাবত। ঠিক যেন মধ্যপ্রাচ্যের আমেরিকার ভূমিকা পালন করছে সৌদিরা, রাখঢাক না করে হুমকি দিচ্ছে কাতারকে, একঘরে রাখার চেষ্টার কমতি করছে না। জাতিসংঘ কুনখানে?
আমেরিকার জাতিসংঘের চাঁদা বাকি থাকে এটা নতুন কিছু না। এই আমেরিকা যখন ইরাকে গণতন্ত্র রক্ষার জন্য হামলা চালাল, কই ছিল এই জাতিসংঘ?
বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের গুরুত্বের লিস্টে সবচেয়ে উপরের দিকে থাকে জাতিসংঘ। চিন্তা করে দেখেন তো কি কাজে আসছে আমাদের? শান্তি মিশনে সেনা/পুলিশ/আনসার পাঠিয়েছি, তাদের ভাল আয় হয়েছে কয়েকটা বছর। আর কি লাভটা হয়েছে? ভারতের বর্ডার গার্ড ফেলানিদের মারে, জাতিসংঘ কই থাকে? রোহিঙ্গারা ঢুকে পার্বত্য চট্টগ্রামে দুনিয়ার কুকাম করছে বছরের পর বছর জাতিসংঘ কি করে? এমনেই আমাদের নুডুলসের ভর্তামার্কা পররাষ্ট্রনীতি এরসাথে "সর্বশেষ আশা" জাতিসংঘও ঘুমায়।
জাতিসংঘ নামের এই মশকরার আখড়ার দৌড় কেবল দুর্বলের উপর জোর প্রয়োগ করা পর্যন্ত। আজকে বাংলাদেশ যদি বার্মা আক্রমণ করে দেখবেন জাতিসংঘের হুমকির নমুনা।
বাজি ধরতে চান?
০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০০
মেটাফেজ বলেছেন: জাতিসংঘের সাথে জড়িত সবাই খুব ঠাটবাট নিয়া চলে, কুটনৈতিক আর পকেটে বিশাল লাভবান হয়। সোজা কথায় ব্যক্তির লাভ হৈতাসে, দেশের বা দুনিয়ার লাভ হৈতাসে কোন জায়গায়?
২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: জাতিসংঘ এর ইতিহাস দেখুন। মার্কিন কিছু এলিটের অর্থায়নে এর প্রতিস্টা। জাতিসংঘ এর যে ভবন এর জন্য জমি বরাদ্য দিয়েছে তেল ব্যবসায়ী জন ডি রকফেলার। সারাবিশ্ব জাতিসংঘ মার্কিন হুকুম পালনে ব্যস্ত, এটি একটি ননীর পুতুল ছাড়া কিছুই নাহ।
০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০২
মেটাফেজ বলেছেন: আমার প্রশ্ন সেইটাই। বাংলাদেশর মত গরীব দেশগুলা যারা নিয়মিত চাঁদা দেয়, আমাদের টাকায় আমেরিকার তাবেদারি চলতাছে। আমাদের প্রাপ্তি কি?
৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
জাতি সংঘ থেকে বাংলাদেশের কিছু মানুষ বিশাল পরিমাণ আয় করছেন; বাংলাদেশ লাভবান; তবে, এসব বাংগালীর সৃজন ক্ষমতা যে সীমিত সেটা সবাই বুঝেন।
০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১১
মেটাফেজ বলেছেন: বাংলাদেশ লাভবান হয় নাই, কিছু বাংলাদেশি লাভবান হৈসে। কুটি কুটি টাকা বাৎসরিক চান্দা দিয়া, হাজার খানে সৈণ্যরে মিশনে পাঠায়া শুকর আলহামদুলিল্লাহ জিকির করসে সরকারী লোকজন। নতুন দুর্ণীতির উপায় চালু হৈসে মিশনে অন্তর্ভুক্ত হওয়া নিয়া, জায়গায় জায়গায় ঘুষ খাওয়ার রাস্তা খুলসে।
৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: এর জন্য ভাই, এরা খুব সুন্দর করে ছক কষে রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা ৫ টি সদস্য দেশ। কোন বিষয়ে এদের মধ্য ভোটাভোটি হয়। ধরেন বাংলাদেশ জাতিসংঘ এর সদস্য নাহ, তাই বাংলাদেশ এর উপর কোন রাষ্ট এট্যাক করলে তা নিরাপত্তা কাউন্সিল এ বিষয় উঠবে না। কোন দেশ সাহায্য করবে না, আমাদের নিজেরদের দায়িত্ব নিজেরে নিতে হবে। এজন্য উওর কোরিয়ার মত ও দেশ তাদের সদস্য বুঝেন নাহ।
০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৭
মেটাফেজ বলেছেন: নিরাপত্তা কমিটির অস্হায়ী সদস্য বাংলাদেশও হৈসিল আগে। কিন্তু সব ক্ষমতা ঐ পাঁচ গুরুর একগুরুর কাছে।সাদ্দাম যদি গণতন্ত্র লংঘন কৈরা থাকে জাতিসংঘের বাহিনী যায়া সাদ্দামরে এটাক করব; বুশ কেন? আফগানিস্তানে রুশরা কেন মানুষ মারবে? এই আমেরিকার (সাথে প্রাক্তন রুশ) কেরানি বাহিনীর সেই প্রশ্ন তুলার হেডেম নাই।
৫| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:১৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভারত কিন্তু ছয় নম্বর মোড়ল হবার খায়েশে আছে!
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
মেটাফেজ বলেছেন: ভারতের মোড়ল হওয়ার খায়েশ হওয়ার সাথে আমার এই লেখার কোন সম্পর্ক নাই, বাংলাদেশ জাতিসংঘের চান্দা জাতিসংঘে দেয় ভারতরে না।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
জাতি সংঘের বেশীরভাগ কর্মচারী ও কর্মকর্তা দেশগুলোর কোটা থেকে আসে, এগুলো পরিস্কার ডোডো