![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে শরৎ - ঋতুর রানী তুমি!
বঙ্গ প্রকৃতির রূপ লাবণ্যময়ী ঋতু তুমি।।
হে শরৎ- শৈশবের শুভ্রতা জড়ানো ঋতু তুমি।
প্রাণচঞ্চল প্রকৃতির শুভ্রতা ভরা জীবন উপভোগ করা ঋতু তুমি।
স্বাগতম হে শরৎঃ
প্রকৃত রূপ-লাবন্য হীন শরৎ!
ফিরে এসো তোমার সেই অতীত রূপ বৈচিত্র নিয়ে -
এই রূপসী বঙ্গে!
এ বাংলায়!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রত্যাশার সাথে সহমত, কিন্তু সেটা পূরণের সম্ভাবনা কম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতু বৈচিত্রেও বিঘ্ন ঘটবে, ঘটছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ঋতুরাজ শরৎ এখন হতচ্ছাড়া! আপনার প্রত্যাশা পূরণ হোক।