![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহযোদ্ধাদিগের এহেন বৈপরীত্যে আমি বিচলিত!
ইদানিং দেখিতেছি 'না পড়িয়া ভালো রেজাল্ট করি' এই ভাব প্রদর্শনের তাগিদে ফেবুতে সক্রিয়তা।
'ঈশ: যদি আরেকটু পড়িতাম...!' এই আর্তনাদে তুসের আগুনে ভস্মীভূত হৈবে।
তখন ফেবুকে এতোই তিক্ত মনে হইবে যে মোবাইল আপ্পলিকেশন মুছিতে মুছিতেই দিন কাটাইবে।
অনেকে মাল্টিমিডিয়া পরিতেগ করিয়া নকিয়া১১০০ পকেটে লইয়া দেবদাস বনিবে।
দুর্ঘটনা বশত যাহারা ভালো ফল করিবে তাহারা ঐ ফল নিজের সম্পত্তি বলিয়া নিজেকে বুজাইতে পারিবেনা।
যেমনটি SSCর ফল নিজের মানিতে পারিনা।
HSCর ফল যেমনি হোক, তা নিজের ভাবিবার নিমিত্তে আজ মদ্ধরাত হইতে ফেবু ত্যাগের সিদ্ধান্ত।
চরম ধর্যের পরীক্ষা।
ঘোষণা ছাড়াই ডি এক্টিভ হইয়াছি কিন্তু দুই দিন ও টিকিতে পারিনাই।
হয়তো ফেব্রুয়ারী শেষ না হইতেই লগ ইন করিয়া বলিব 'হায় ফেবুবাসি, কেমন আছো?'.
হয়তো মার্চ এর কোনোদিন বলিব 'প্রস্তুতি কেমন চলিতেছে?'.
হয়তো এপ্রিলে বলিব 'এক্সাম কেমন হইতেছে?'.
হয়তো একেবারে মে তে বলিব- কংগ্রাচুলেশন!।
নিশ্চিত করো, তখন তোমার মনের অবস্থা কিরূপ থাকিবে।
এখুনি গুড বাই নয়।
লেজ কাটা শেয়াল শেল হ্যাভ বিন রিমেইন টিল মিড নাইট:O
©somewhere in net ltd.