নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যে বই পড়তে ভালবাসে , সে সবাইকে ভালবাসার ক্ষমতা রাখে \"

দরজার ওপাশে আমি

সৌজন্য এমন জিনিস সবচেয়ে মেধাবী হলেও শেখা যায় না। পারিবারিক শিক্ষা, বিনয়, পরিমিতিবোধ ও আমিত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই....

দরজার ওপাশে আমি › বিস্তারিত পোস্টঃ

সত্যবাদী বেকার

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৭

সব মানুষের কাছে মিথ্যা বলা সম্ভব হলেও বাবার কাছে মিথ্যা বলতে গেলেই কেনো জানি সত্যিটা আগে চলে আসে এবং তারপর পুরো ব্যাপারটাই গোলামাল পেকে যায়।

আমার দরকার ৫০০ টাকা,ভেবেছিলাম ১০০০ টাকার কথা বলব হাত একে বারে ফাকা থাকলে দুনিয়া ফাকা ফাকা লাগে।কিন্তু বলতে গিয়ে ভুল করে সত্যটা বলে ফেললাম,বাবাও তার স্বভাবসুলভ ভাবে বলল ড্রয়ার থেকে টাকা নিয়ে যা।ড্রয়ার খুলে দেখি কয়েকটা ৫০০ টাকার নোট,এখন দুইটা নোট নিতে গেলেই সমস্যা, বিশ্বাসের একটা মান আছে না।

কেনো যে সত্যি টা বলতে গেলাম, একটু বাড়িয়ে বললে কি হত আমার মনে হয়, বেকার মানুষের আর যাই হোক কিছু নীতি আছে, এরা বাবা অথবা মুরুব্বী দের সামনে চট করে মিথ্যা বলতে পারে না

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

সুমন কর বলেছেন: বিশ্বাসের একটা মান আছে না।

শুভ ব্লগিং.... !:#P

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দরজার ওপাশে আমি বলেছেন: ধন্যবাদ।।

২| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: বেকার সময়টা অপচয় করবেন না। কাজে লাগান। বই পড়ুন। প্রচুর ভালো ভালো বই পড়ুন।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:১৩

দরজার ওপাশে আমি বলেছেন: হুম , এখন শুধু বইই পড়ি, গত তিন বছর শুধু বই পড়ার উপরই আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.