| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরজার ওপাশে আমি
সৌজন্য এমন জিনিস সবচেয়ে মেধাবী হলেও শেখা যায় না। পারিবারিক শিক্ষা, বিনয়, পরিমিতিবোধ ও আমিত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই....
ছেলেটি বার বার প্রপোজ লেটার লিখে মেয়েটির কাছে পাঠায়,
আর মেয়েটি বার বারই নিরবতা পালন করে বসে থাকে।
ছেলেটিকে পছন্দ করা সত্বেও মেয়েটি হ্যাঁ বোধক কোনো উত্তর লিখে দিতে পারে না।।
কারন ছেলেটির প্রপোজ পত্র মেয়েটির কাছে বীজ গণিতের সূত্র পত্র মনে হয়। 
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৭
দরজার ওপাশে আমি বলেছেন: বলেছেন: তাই !!! কিন্তু এখন আর সম্ভব না ...। আবার বসন্ত আসুক ![]()
২|
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৩|
২৬ শে জুন, ২০১৮ রাত ১২:১২
দরজার ওপাশে আমি বলেছেন: ভাল লাগল আমার ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬
ওমেরা বলেছেন: দরজার ওপাশ থেকে সামনে আসেন তাহলেই মেয়েটি সব পরিস্কার বুঝতে পারবে ।