| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি- ইন্টারনেট
দরজা বন্ধ করে নির্জীব জড় পদার্থের মত ডুবে আছি অনামিশার ঘোর অন্ধকারে,
ফ্রাস্ট্রেশনের চরম সীমায়।
আজ আমার চারপাশে অজস্র প্রশ্ন, অজস্র কানাকানি,
সত্যি চাকরি পাব তো?
সত্যি কি হব সরকারী কর্মকর্তা?
বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবার মুখে ওই এক-ই প্রশ্ন।
আজ জবাব দেয়ার মত কোন কথাই আমার নেই।
চরম সত্যিটা হল আজ আমি নিজেই একটা অবিশ্বাসের মধ্যে ডুবে আছি।
ভুলে গেছি চাকরি নামক অমাবস্যার চাঁদ আমার আঁধারে ঢেকে যাওয়া আকাশে কখনও উদয় হবে।
আজ আমি তৃষ্ণার্ত। আমার হৃদয় জুড়ে ভালোবাসার তৃষ্ণা।
মৃতপ্রায় তৃষ্ণার্ত পথিকের মত আজ আমি খোলা মাঠে বসে চাকরি চাকরি বলে হাহাকার করি।
বেলা ফুরে যায়, আঁধার নামে।
অন্ধকারে ঢেকে যায় আমার সম্ভাবনার সমস্ত আকাশ।
তবু আমি বসে থাকি অপেক্ষায়,
ভালোবাসার অপেক্ষা আমার।
মনকে সান্ত্বনা দেই, একদিন ভুল ভাঙ্গবে তার।
জগতের সমস্থ অবিশ্বাসের জাল ছিন্ন করে সে দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরবে আমাকে।
পরম ভালোবাসায় আপ্লুত হয়ে বলবে ভালোবাসি।
বেলা ফুরে যায়।
প্রেমিকাকে দেয়া কথায় বাড়ে অবিশ্বাসের গন্ধ।
সম্পর্কের মায়াজাল টিকে থাকে আলগা বন্ধনে,
চাকরি চাকরি বলে কাঁপানো বন্ধন।
একটা চাকরি, একটা অবলম্বন, একটা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি,
সবকিছু ছাড়িয়ে মৃতপ্রায় দুটো জীবন, দুটো আত্মা এক হয়ে বাঁচার অবিরাম ক্রন্দন
ডুকরে ডুকরে কেঁদে মরে চাকরি নামক অদৃশ্য বেড়াজালে।
ভালোবাসা!
কতটা কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়েছ তুমি?
কতটা নির্মম বাস্তবতায় দাঁড় করিয়েছ আমাকে?
©somewhere in net ltd.