নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যের চোখে পৃথিবী দেখি

এম এ হানিফ

ভালোবাসি দেশ, এ মাটি ও মানুষ।

এম এ হানিফ › বিস্তারিত পোস্টঃ

শেষের কবিতা

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩২



                                   
ভেসে ভেসে দিগন্ত বিস্তৃত জল,
শাসনের নিয়ম রেখে তেমনি অবিচল
ললাটে হাত রাখি,
করি অশ্রু বিসর্জন
ফুলে ফেঁপে স্বাভাবিক চিরন্তন।
চেয়ে থাকি,
আছে বিস্তৃত রজনী
পাছে সহস্র তারকা পানি।
ক্ষণে ক্ষণে সে আপনার চেয়ে বড়।
তপ্ত বেণুর সুরে ভাসিয়ে আলেয়ার আলো।
বলি ভালোবাসি তারে।

ললাটে কৃষ্ণ চাহনী,
শুকতারা ডাকছে তোমারে,
অবলারে রাখিও যতনে।
কোন পুষ্করীণির তীরে
নয়, ঘটিতে তোলা জলে।

একালের দাঁড়ে
হাওয়া লাগিয়ে পালে,
সাদা মেঘ উড়ে
বলি, ভালোবাসি তারে।

কালে কালে কত কাল গেল খুলে
মোর শূন্য নদীর তীরে
দেনা পাওনার খাতাটি
থাক বন্ধ করে।

এপাড় ওপাড় দুপাড় জুড়ে পানি
তোমারে শুধিব?
রাখব কোথায় কী জানি?
বাঁধনের বাঁধা থাকনা দূরে পড়ে
যেমনি ছিলে তেমনি আমার দাঁড়ে
ভালো থেকো।
দূরে কোথাও
ঠিক এপাড় ওপাড় দূরে।

আপনারে তবু খেয়াল রেখ
সেকালের পরে
যতনে যতনে আজ থেকে বহু দূরে
শান্ত জলে পাল তুলে নৌকা চলে।
ভালোবাসাবাসিরে রাখিও অধিকার।

রঙ্গিন সুতোটা আলতো করে তুলে
ভালোবাসারে বাধো বন্ধুত্ব ঘিরে
তারা ঝলমল জোৎস্নালোকিত আলো
প্রেমের সুতোয় অঙ্গে অঙ্গে ঢালো।
তারে রেখে দাও দূরে কোথাও
তোমায় থেকে দূরে
যে দূরের মাঝে তোমার বসবাস।
সে আপনার থেকে জোড়ে
শতগুণে বাধবে তোমারে।

নির্মেঘ অহংকার তুমি
আমি আত্মভোলা,
আপনারে কভু ভেবেছি একেলা
মনে পড়ে না।
সংশয় রাখিনা মনে
জেগে চিত্ত বিধাতারে।
জবাব সে আপনার জানা।

দক্ষিণাস্ত ডাকছে তোমারে,
প্রণয়ীর প্রণয় সুরে
ঐ মেঘ মুক্ত আকাশে
তোমার চরণ ধুলায়ে
সেকাল একাল দুকাল পেরিয়ে
আমি বরং ভাল আছি।

ললাটে আবার শুকতারার আহবান
ওগো তুমি যাও
ঐ মেঘ মুক্ত আকাশে।

ছুটি চাই,
মার্জনা তব পানে।
ভাল আছি, ভাল আছি
ভালবাসি যারে।

সেই পুষ্করীণির ধারে
অবলারে রাখিও যতন।

রচনাকালঃ ৩১-১০-২০০৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার ভাবনার রং মিশিয়ে অনন্য কাব্যিক অনুভূতি প্রকাশ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৪

এম এ হানিফ বলেছেন: ধন্যবাদ ভাই।




আমার ব্লগে স্বাগতম। আশা করি পাশে থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.