![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরাগ আলীর মাথার উপর সকালের সাদা মেঘ। মেঘগুলো দাঁড়িয়ে আছে ছাতার মত, উড়ছে না। দু'কদম সামনে গেলে মনে হচ্ছে ছায়ার মত মেঘগুলোও সামনে যাচ্ছে। ব্যাপারটা ভাল লাগল পরাগ আলীর। তিনি কিছুক্ষণ মাথা উঁচু করে মেঘের দিকে তাকিয়ে থাকলেন। তারপর দৃষ্টি ফেরালেন মাটির উপর। শূন্যে ভাসমান মেঘের মতই নিজেকে আলগা মনে হল তার। ভাবলেন মেঘের মত তিনিও আলগা ভেসে আছেন সংসারে। পায়ের তলায় মাটি নেই তার----------------
পুরো উপন্যাস জুড়ে থাকছে একটি নিম্নবিত্ত পরিবারের বেচে থাকার লড়াই, সংগ্রামের বাস্তব চিত্র। পরাগ আলীর অদূরদর্শীতা, সংসারের প্রতি উদাসীনতা, ঋণের প্রতি মোহ, সংসার চালানোয় অদক্ষতা ও কর্মহীনতা কিভাবে একটি পরিবারের জীবনকে দূর্বিষহ করে তোলে তার একটি বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে উপন্যাসে। সেই সাথে বোরহান সাহেবের মত অর্থ ও প্রভাবশালী ব্যক্তির অর্থ ও ক্ষমতা কিভাবে একটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনকে প্রভাবিত করে, অন্ধকারের দিকে ঠেলে দেয় তারই প্রতিচ্ছবি এই উপন্যাস ।
আশা করি উপন্যাসটি পাঠকের ভাল লাগবে। চোখের সামনে জীবন্ত করে তুলবে ক্রমান্বয়ে অন্ধকারে ডুবতে থাকা একটি পরিবারের আর্তনাদ।
উপন্যাস- আবছায়া।
শীঘ্রই প্রকাশিত হচ্ছে কাকলী প্রকাশনী থেকে।
প্রচ্ছদ করছেন ধ্রুব এষ।
©somewhere in net ltd.