নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

স্বপ্নিল পথযাত্রা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

স্বপ্নিল পথযাত্রা › বিস্তারিত পোস্টঃ

পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না..........

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

বাবা,

পৃথিবীর সবটুকু অনুভূতি দিয়ে আজ উপলব্ধি করছি তোমায়...... আজ প্রচণ্ড রকমের মনে পরছে তোমাকে ,তোমার সেই পুরনো সৃতি গুলু, যা কখনই ভোলা যাবে না......



বাবা মাঝে মাঝে তোমাকে স্বপ্ন দেখি। অস্পষ্ট ধরনের স্বপ্ন। স্বপ্নের কথা তেমন কিছু মনে থাকে না। সেদিন কি কান্নায় না করেছিলাম।যেদিন তুমি প্রথম স্ট্রোক করেছিলা হাসপাতালের বিছানায় তোমাকে যখন দেখতাম, বিশ্বাস কর বাবা এই বুকের মধ্যে সমুদ্রের পানি জমতো। জানি তুমি বুঝতে ।



বাবা এখন ও তোমার খাটের দিকে আচমকা তাকিয়ে দেখি তুমি নেই। হয়তো এভাবে তাকিয়ে দেখে যাব, খুজে যাব...তোমাকে ত আর পাব না ! বাবা তুমি বলেছিলে ছেলেদের কাদতে নেই ......কিন্তু আজ যে চোখের পানি ধরে রাখতে পারছিনা বাবা......তোমার কথা অনেক অনেক মনে পরছে ,



বাবা, জানি তুমি আর আসবে না। সিভিতে তোমার নামের আগে 'মৃত' শব্দটিবসাতে আমার যে হাত কাঁপে বাবা । তবুও নিরুপায়। সমাজের নিয়ম কি আর বদলানো যায়?পৃথিবীর সব মানুষ খারাপ হতে পারে, বাবারা পারেন না। কত মমতা জমা থাকে তাদের অন্তরে। স্নেহ-ভালোবাসার কত বড় মহাসাগর তোমার বুকে আমার। আমি যে কপালপোড়া.... ফেলে আসা দিনগুলি মনের মাঝে এক অন্যরকম অনুভূতি এনে দেয় । সেখানে থাকে ভালোবাসা , আদর , স্নেহ......স্মৃতি মানুষকে বাঁচিয়ে রাখে, সামনে এগিয়ে যাবার সঠিক পথ দেখায়, বাবার আদর্শ, মায়ের দিক নির্দেশনা সাথে সবসময়......



বাবা, আজ রাখি। মাথাটা অনেক ব্যাথা করছে। আমি জানি তুমি ঠিকই আস আমার কাছে । জানালা খোলা রাখলাম, পর্দাও টেনে দিয়েছি পাশে। বাবা আজ আসলে শুধু একবার আমার কপালে একটু হাত বুলিয়ে দিয়ে যেও । আমি এখন অনেক ক্লান্ত বাবা

তুমি আমার জন্য একটু দোয়া কর বাবা আমি জেনো তোমার আদর্শ নিয়ে বড় হতে পারি ......



তোমার আদরে

"স্বপ্নিল"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.