![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......
মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা আলাদা আনন্দ আছে
যা ধনীদের মনে ধারন করে না
যখন ৬ মাস পর একটা ভাল মানের শার্ট কিনি বা ১ বছর পর
এক জোড়া জুতা কিনি মনে যে কি আনন্দ লাগে তা মধ্যবিত্ত
পরিবারে সদস্য ছারা কেও বুজবে না
মধ্যবিত্ত ছেলেমেয়েদের সব চেয়ে আনন্দ সময় হল ঈদ এর আগে বা বড় ভাই এর বিয়ের আগে ...
এতে বিনা দ্বিধায় কিছু পাওয়া যায়
কিন্ত কষ্টের সময় হল ......বড় বোনের বিয়ের আগে ( যখন মা বলে এত টাকা খরচ বাবা দেখনা তুলা কোন
জামা দিয়ে এবারের মত চালিয়ে নে ) বা প্রত্যেক মাসের শেষ সপ্তাহে
(বাবা মাথা চুলকাতে চুলকাতে... মাস ত প্রায় শেষ বাবা স্যান্ডেল টা শিলিয়েই পড় আর কয়টা দিন কষ্ট কর
বাবা সামনের মাসেই নতুন স্যান্ডেল কিনে দিব নে... )
ক্লাস শেষ করে যখম বাসায় ফিরি রিকশাওয়ালা যখন বলে মামা যাবেন কই ?
আমার খুব ইচ্ছা করে একটা রিকশাতে লাফ দিয়ে উঠে পড়ি।
এরপর আরাম করে বাতাস খেতে খেতে বাসায় ফিরি।
কিন্তু ভাড়াটা ৬০টাকা!
আর বাস ভাড়া... মাত্র ১০ টাকা।
হা হা হা!! একটু আরাম করার জন্য ৫০ টাকা খরচ করা?
মধ্যবিত্তের জন্য এত আরাম আসেনি।ঠেলাঠেলি করে বাসে উঠি।
খুব চেষ্টায় থাকি জানালার পাশে একটা সিট পেতে। কখনো পাই, কখনো পাই না ।
মিশরের মমি হয়ে যখন ঘরে ফিরি, আম্মা বলে, 'যাক এলি, অনেক টেনশন করতেছিলাম।'
মনে মনে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়ার সুখটা অনুভব করি।
৫০ টাকার আফসোস আর থাকে না। গভীর রাতে ঘুমোতে গেলে আমার সাথে সাথেই ঘুম আসে।
ধনীদের ইনসমনিয়া রোগ আমার নেই। আমি মধ্যবিত্তের ছোট সুখী রাজপুত্র।
©somewhere in net ltd.