নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

স্বপ্নিল পথযাত্রা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে.... পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে যারা দেখতে চায় তাদের স্বপ্নিল এর বাগানে নিমন্ত্রণ......

স্বপ্নিল পথযাত্রা › বিস্তারিত পোস্টঃ

বেশিরভাগ সম্পর্ক কেন টিকে না .....

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

বেশিরভাগ সম্পর্ক কেন টিকে না .....



আমাদের সম্পর্কের শুরু হয় মোহ থেকে। মানুষ যখন

প্রেমে পড়ে সে সময়টাকে বলা হয় ‘ক্লাউড

নাইন’



পুরো জগতটা এক ধরনের সুখের ঘোর। যে কোন

ভাবেই হোক তাকে পেতেই হবে। এক ধরনের জয়

করার ব্যাপার চলে আসে। অথচ ভালবাসা কোন

জয় করার বিষয় না। যেটা আসার

সেটা এমনিতেই আসে।



রবীন্দ্রনাথের '

ঘরে বাইরে' যারা পড়েছেন তাদের এই

বিষয়টি জানার কথা।



রাজ্য জয় করতে হয় সৈন্য দিয়ে; ভালবাসা জয়

করতে হয় মুগ্ধতা দিয়ে। সারাক্ষণ তাকে মুগ্ধ

করার ব্যাপারটা এখান থেকেই আসে।



সুখের ‘ঘোর’ থেকে মানুষ বানাতে চায় সুখের

‘ঘর’



একটা দো’ তলা বাড়ি হবে। তিন তলা না।

বাড়ির সামনে ফুলের বাগান হবে। শাকসবজির

না।



ছাদে সুইমিংপুল থাকবে। বাস্তবে সেরকম কিছুই

ঘটে না। ছাদে হলদে পেটিকোট ঝুলে।



প্রেমে পড়ার বিভিন্ন স্তর আছে। এক পর্যায়

এসে সব কিছু এলোমেলো হয়ে যায়। বাতি বন্ধ

করে একি গান বার বার শোনা। একা একা তার

সাথে কথা বলা। একটা এসএমএস দশ বার পড়ার

পরেও মনে হবে কী যেন বাদ গেছে... আবার

পড়ি।



পুরো ব্যাপারটি ঘটে ডোপামাইন নামে এক

ধরনের স্নায়ুকোষের কারণে। কিছু কিছু

মনোবিজ্ঞানী বলে আসছে -



প্রেমে পড়াটা এক ধরনের নেশায় আসক্ত হওয়ার

মতো। বিভিন্ন ড্রাগ নিলে এই স্নায়ুকোষ যেমন

সাড়া দেয়, প্রেমের অনুভতিতেও ঠিক

একইভাবে সাড়া দেয়।



নেশাখোরের ঘোর এক সময় কেটে যায়। পুনরায়

নেশা করার জন্য তাকে আবার নেশা করতে হয়।



কিন্তু প্রেমিকের ঘোর কেটে যাবার পর

সে পুনরায় নেশা করার সুযোগ পায়না।

কেননা সে ইতিমধ্যে রাজ্য জয় করে ফেলেছে।

নতুন করে তার আর পাবার কিছু নেই!

হমম! এই খানেই ঝামেলাটা লাগে। যে মুহূর্ত

থেকে তার পাবার কিছু থাকে না সেই মুহূর্ত

থেকেই আসলে সে সব কিছু হারাতে শুরু করে।

মোহ কেটে যায়।



মোহ থেকে জন্ম নেয়া প্রেম স্থায়ী হয় না।



আমি শয়তানকে বিশ্বাস করতে বলব তবে মোহ

কে না।



মোহ একসময় নিজেকেও চিনে না।



মোহের কোন পরিচয়

নেই

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

শিশির খান ১৪ বলেছেন: হুম তা হইলে প্রেম না কইরা ভালই করছি না ভাই ...............

২| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নিল পথযাত্রা ,




বেশীর ভাগ সম্পর্কের কথা শিরোনামে দেখলুম । অথচ শুধু প্রেম বিষয়ক সম্পর্কের কথাই বলেছেন । সম্পর্ক কি শুধু প্রেমেই থাকে ?
আরো তো অনেক সম্পর্ক রয়েছে । পিতামাতা - সন্তান, বন্ধু, ভাই-বোন, আত্মীয়, পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে ব্যবসায়িক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ।

এই সব সম্পর্ক নিয়ে লিখলে বেশ জোরালো হতে পারতো লেখাটি ।

আর "মোহ" থেকে প্রেমে পড়ার সময়কে বলেছেন " ক্লাউড নাইন " । ঠিকই বলেছেন । সপ্ত আসমান ছাড়িয়ে নবম আসমানে যে সময় উঠে যায় তাকে বিশ্বাস কি ?


৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

স্বপ্নিল পথযাত্রা বলেছেন: শিশির খান ১... জী ভাই অনেক ভাল করেছেন.। বিয়ে করার পর বউ এর সাথে প্রেম করুন তাহলে আর ও ভাল হবে

৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নিল পথযাত্রা বলেছেন: আহমেদ জী এস...... ভাই আমার আসলে ওই ধরণের কিছু মানুষ কে কিছু তথ্য দেয়ার জন্য এই লেখাটা.।.। যাতে সে এই লেখা গুলু পরে বাস্তব জীবনে ফিরে আসতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.