![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইজেরিয়ায় এক ব্যবসায়ী তার ছয় বউয়ের দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত ঐ ব্যক্তির নাম ইউরোকো ওনোজা। সে মোট ছয় জনকে বিয়ে করেছিল।
ওনোজা সারা রাত বাইরে পার্টিতে ছিল। তখন তার ছয় বউ তার সঙ্গ পেতে অপেক্ষা করছিল। ভোররাতে বাসায় ফিরে সে তার সবচেয়ে ছোট বউয়ের ঘরে যায় যৌন মিলনের জন্য। এতে তার বাকি পাঁচ বউ ক্ষিপ্ত হয়ে উঠে। তারা লাঠি ও ছুরি নিয়ে তার বেড রুমে যায় এবং তাদের সাথে মিলনের জন্য জোর করতে থাকে।
তারপর ওনোজা একে একে চার বউয়ের সাথে যৌন মিলনে বাধ্য হয়। পঞ্চম বউয়ের সাথে মিলনের সময় সে দম বন্ধ হয়ে মারা যায়
কোন দুনিয়ায় আছিরে ভাই ???
এখানে
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এমএইচডি বলেছেন:
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
আরজু পনি বলেছেন:
অতি লোভে তাতী নষ্ট........কথাটার মানে তবে এই !
অতি বিয়েতে মৃত্যুর কষ্ট ........ ফলাফল হয় এই ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এমএইচডি বলেছেন: লাগে তো তাই
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
ডরোথী সুমী বলেছেন: ঘটনাটা হয়তো দুঃখজনক। কিন্তু আমি দুঃখিত যে হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেছে। অসভ্যলোক, নিজের ফাঁদে নিজেই পড়লো।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
রিয়াজওয়ার্ল্ড বলেছেন: আহারে বেচারা
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
আহমেদ নিশো বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
এমএইচডি বলেছেন:
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি ডরোথী সুমীর সাথে একমত। নিজের ফাঁদে নিজেই পড়ছে। এতো বিয়ে করার শখ কেনো ঐ ব্যাটার?? মেয়েমানুষ পালার এত শখ, খুব ভালো হইছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
এমএইচডি বলেছেন:
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
শান্তির দেবদূত বলেছেন: সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মত; সব একসাথে পাইতে গিয়া হাঁসই মাইরা ফালাইছে, বেকুবের দল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৪
এমএইচডি বলেছেন:
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মুনসীমাহফুজ বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মত; সব একসাথে পাইতে গিয়া হাঁসই মাইরা ফালাইছ
হা হা হা হা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৫
এমএইচডি বলেছেন: হা হা হা
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মুদ্দাকির বলেছেন: লিমিট ক্রস করলে তো এই রকমই হবে, চার জনের পরে থামা উচিৎ ছিল.....................।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৮
এমএইচডি বলেছেন: ভাই হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২
চটপট ক বলেছেন: মুনসীমাহফুজ বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মত; সব একসাথে পাইতে গিয়া হাঁসই মাইরা ফালাই
মুদ্দাকির বলেছেন: লিমিট ক্রস করলে তো এই রকমই হবে, চার জনের পরে থামা উচিৎ ছিল.....................।
কমেন্ট দুইটা পইরা হাস্তেই আছি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩০
এমএইচডি বলেছেন:
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৪
আজাইরা পেচাল বলেছেন: হাহাহাহাহাহা....
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৯
এমএইচডি বলেছেন:
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
মাহবু১৫৪ বলেছেন:
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
না পারভীন বলেছেন: ডরোথী সুমী বলেছেন: ঘটনাটা হয়তো দুঃখজনক। কিন্তু আমি দুঃখিত যে হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেছে। অসভ্যলোক, নিজের ফাঁদে নিজেই পড়লো।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩১
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: পুরানো//
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০
ভিটামিন সি বলেছেন: ভিটামিনের বড়ই অভাব।