![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আফ্রিকানদের নিয়ে কাজ করছি প্রায় চার / পাঁচ মাস যাবত।
আমি কখন বর্ণ বাদী নই। যখন কোন আফ্রিকানদের সাথে কথা বলতাম, মনে করতাম কোন বাঙালি ভাই এর সাথে কথা বলতেছি। তেমনি করে পাকিস্তানি, ভারতী, ইতালিয়ান, মরক্কি, মিসরি, তিউনিসিয়ান, রোমানিইয়ান ইত্যাদি ইত্যাদি............ সবাইকে একই চোখে দেখতাম।
যখন কোন ইতালিয়ান কে দেখতাম কোন আফ্রিকানদের নিয়ে বাজে মন্তব্য করত অথবা, তাদের সাথে খারাপ আচারন করত খুব ই খারাপ লাগত। খুব ঘৃণা লাগত ওদের বর্ণ বাদী আচারন দেখে।
কিন্তু, কিছু দিন যাবত আফ্রিকানদের আচারন দেখে আমার ও ধারনা, আচারন পাল্টে যাচ্ছে।
এখন উপলদ্ধি করতে পারছি কেন অন্য জাতীর লোক গুল ওদের সাথে এমন আচারন করে!!
ওদের মধ্যে মানবতার লোম মাত্র নাই, ভদ্রতার ত্রিসীমানায় এখনও ওরা প্রবেশ করতে পারেনি!!
ওরা মাসের পর মাস মানুষের সাথে মিশে বিন্দু মাত্র কিছু শিখতে পারেনি।
একরোখা , অসভ্য , অপরাধীমনা............ ইত্যাদি ইত্যাদি ওদের ঘেরা!!
বাথরুম থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত ওরা বিশৃঙ্খল !!
অসহ্য আচারন ওদের।
টয়লেট করার পরে কি করনীয় ওরা জানে না জানতে চায় না!!
কি ভাবে খাবার খাবে ওরা বুঝে না, বুঝতে চায় না!!
ট্রেন, বাস, ফুটপাত যে স্থানে ওরা আছে , দুমিনিট সেখেন ওদের উচ্চ স্বর আর কোলাহলে দম বন্ধ হয়ে যায়।
বাস, ট্রেন সব জায়গায় ওদের উচ্চ স্বর কথা বলা খুব ই বিরক্তকর!!
তবে একথা বলব না যে ওরা ১০০% খারাপ।
৫/৭% আছে যারা বোঝে, বুঝতে চায়। তবে তাদের সংখ্যা খুব ই নগণ্য!!
তবে তাদের কিছু গুন আছে যাতে আমি মুগ্ধ।
ওরা সব সময় একজোট হউক সে নাইজেরিয়ান, হউক সে মালির অথাবা, ঘানা, গাম্বিয়ান...............
শুধু গায়ের চামড়া কাল (নিগ্র) হলেই হল। কেউ কাউকে বিপদে ফেলে যাবে না। যেটা বিদেশের মাটিতে আমাদের বাঙালীদের মাঝে খুব একটা দেখা যায় না!!
অসহ্য লাগে এখন আফ্রিকানদের।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
ইমরান আশফাক বলেছেন: আপনি ইতালীতে থাকেন তাহলে? বিভিন্ন দেশের জাতের লোকজনের সংগে নিয়মিত দেখা-সাক্ষাত হয় আপনার। আপনার কাছ থেকে ওদের সন্মন্ধে ভালমন্দ আরও কিছু জানতে চাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
এমএইচডি বলেছেন: আরও কিছু লেখার ইচ্ছা আছে । লিখব অবশ্যই।
সময়ের কারনে হয়ে ওঠে না।
ধন্যবাদ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
চলন বিল বলেছেন: আমাদের ভার্সিটিতে আফ্রিকান ছেলেগুলো নিয়মিত গাজা খায়। একজন লেকের পানিতে ডুবে মারা গেছে নেশা করে। ক্যাফেটেরিয়ায় খাবার অপচয় করে, যতটুকু খায়, তার দশ গুন নষ্ট করে। একটু কথা কাটাকাটি থেকেই মারামারি শুরু করে। এদেরকে ভার্সিটি হল কর্তৃপক্ষ কিছু বলেও না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
এমএইচডি বলেছেন: আপনি তো শুধু গাঁজা খাওয়ার কথা বলেছেন!!
এরা নেশা দ্রব্য সেবন করতে আর বিক্রি করতে ও অন্যতম।
সব সময় পুলিশের ওয়ার্নিং লিস্টে থাকে।
(সবাই না, বেশির ভাগই)।
৪| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি মুখে বলছেন যে, বর্ণবাদী নন; কিন্ত লেখা থেকে মনে হয় যে, আপনি বর্ণবাদী।
০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৪১
এমএইচডি বলেছেন: কোথায় পড়ে মনে হয়েছে আমি বর্ণ বাদী।
আশা করি ভালভাবে পড়বেন লেখাটি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১
আদম_ বলেছেন: ইন্টারেসটিং