![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিৎ রায় খুন হবার পরে জানতে পারলাম উনি নাকি নাস্তিক ছিলেন।
আমি বেক্তিগত ভাবে তাকে কখন চিনতাম না, যদিও কয়েক বার নাম শুনেছি।
সে যাই হোক, তার মৃত্যুর পরে দেখতে ইচ্ছা হল কি আসলে লিখছে নাস্তিক/মুক্তমনারা, ঘুরে আসলাম নাস্তিকদের গোটা কয়েক সাইট।
আর যা দেখলাম তাতে আমার চোখ তো চড়ক গাছ!!
কি লিখছে এ সব!!
নাস্তিকতার নামে সব অশ্ললিনতা ! যা বাংলা চটি কে ও হার মানায়!!
" থাবা বাবা "র কিছু স্কিন সর্ট দেখলাম যা দেখলাম তা লিখার সাহস পেলাম না!!
আমার কথা, আপনি নাস্তিক কোন সমস্যা নাই। আপনি থাকেন আপনার নাস্তিকতা নিয়ে। কিন্তু, আপনার কোন অধিকার নেই অন্য কোন ধর্ম নিয়ে অশালীন কথা লেখার ও বলার। হউক না সে যে ধর্ম।
আরও একটা বিষয় খেয়াল করলাম নাস্তিকদের যত বিদ্বেষ ইসলামকে ঘিরে। বোঝার মত জ্ঞান আমার নাই ইসলাম নিয়ে তাদের এত চুলকানি কেন?
নাস্তিকতার এমন পর্যায়ে তারা পৌঁছেছে যে তারা মা, বোন, বাবার মত সম্পর্কে নিয়ে ও..................
তাদের মা, বোন, বাবা যদি এসব জানতে পারে , তবে নিশ্চিত আত্ম হত্যা করতে চাইবে এমন কুলাঙ্গার এর জন্য.....................।
তবে আমি কখন কাউকে হত্যার পক্ষপাতী নই।
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
এমএইচডি বলেছেন: ভাল বলেছেন। আসলে নাস্তিকতার নামে এরা ইসলাম আর হযরত (সঃ) কে নিয়ে উঠে পরে লেগেছে।
এদের মূল টার্গেট মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টি করা।
২| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০
শাহ আজিজ বলেছেন: ডঃ অভিজিত রায় লেখনী শালীনতার সকল সীমা অতিক্রম করেছিলেন। আমি তাকে চিনিনা বা ওইসব লেখাও পড়িনি কখনো, আজ পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। আমি দুঃখিত ।
৩| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১
ধরাপ্রাণ০০৭ বলেছেন: কুলাংগার!!!!!!!!
সত্যি ভাল বলেছেন. এরা নাস্তিক, বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করেছে কিন্তু এরা কি কোন ধর্মের ক্ষতি করতে পেরেছে??? তবে আমি উনার যে কয়টা লেখা পরেছি আমি দেখেছি উনি যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন।
এরা এদের মত করে লিখে যাচ্ছে, আমরা কেন তাদের কলমের জবাব কলম দিয়ে দিতে পারলাম না। আজ ইসলাম রক্ষার নামে তাকে যে হত্যা করল তাতে কি ইসলাম রক্ষা হল নাকি ইসলাম উপরে উঠল??
আমি শঙ্কিত, আজ ইসলাম রক্ষার নামে সারা বিশ্বে যা শুরু হয়েছে .।.।.।.।.।।
আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা যদি এর প্রতিবাদ করতে না পারি, আমাদের ধর্ম দেশ সবই হুমকির মুখে পড়বে।
যে অবুঝ তাকে বোঝাতে হবে। হত্যা কোন সমাধান নয়।
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
এমএইচডি বলেছেন: আমি আপনার সাথে একমত। তবে মানতে পারলাম না যে, তাকে ইসলাম রক্ষার নামেই হত্যা করা হয়েছে।
অন্য কোন কারন ও তো থাকতে পারে!!
সংখ্যালঘু নির্বোধের পচা আবেগ ছড়িয়ে দুর্গন্ধ করতে চাই না চারপাশ, সে নাস্তিক হোক, আর আস্তিক হোক।
শুধু বলব, যারা অপরের মত, বিশ্বাস, আদর্শকে শ্রদ্ধা রেখে সমালোচনা করতে শেখেনি, সেটা সম্ভব না হলে তা এড়িয়ে নিজ পথে হাঁটতে শেখেনি, শিখেছে একজনের ভুলে অযৌক্তিকভাবে অনেককে দোষী করতে, বিভেদ বাড়াতে, গালাগালি করতে, তাদের স্থান অবশ্যই থাকবে অধিকাংশ শান্তিকামী মানুষের থুথুতে।
৪| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
গৃহ বন্দিনী বলেছেন: নাস্তিক বলতে আক্ষরিক অর্থটাই আমি বুঝি। তাই এটা নিয়ে তেমন মাথা ব্যথার কিছু আছে বলে মনে হয় নাই কখনও।
কিন্তু বাংলাদেশে এখন নাস্তিকতার / মুক্ত মানসিকতা মানেই যেন হয়ে গেছে ইসলাম বিদ্বেষ । তাদের যত চুলকানি সব এই ইসলামিক রীতি নিতি আচরণ নিয়েই। আর কোন ধর্ম নিয়ে কোন কথা বার্তা কাউকে লেখতে দেখলাম না কখনও।
অনেক দিন আগে আস্তিক নাস্তিক ক্যাচাল দেখতে দেখতে মুক্তমনা ব্লগের খোঁজ পেয়েছিলাম। যা মনে হয়েছিল সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে হলে এইসব না দেখাই ভাল।
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
এমএইচডি বলেছেন: এসব ব্লগে গেলে একজন স্বাভাবিক মানুষ ও অসুস্থ হয়ে যাবে নিঃসন্ধেহে।
ধন্যবাদ।
৫| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:১২
আরণ্যক রাখাল বলেছেন: link please. আমি অভিজিতের একনিষ্ঠ পাঠক| কোনদিন তাঁর লেখা অশ্লীল মনে হয়নি| দেখি কোথায় আপনি অশ্লীল পেলেন
০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:১৯
এমএইচডি বলেছেন: আমি অভিজিতে কোন লেখাই পড়িনি কখন।
আমি শুধু বলেছি নাস্তিকরা যে লিখে ..........
আপনি ও এখানে গিয়ে দেখতে পারেন ধর্ম নিয়ে কেমন মন্তব্য করা হচ্ছে। http://www.dhormockery.com/
এ রকম আরও অনেক আছে।
ভাল করে খেয়াল করে দেখবেন।
ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:২৫
এমএইচডি বলেছেন: Click This Link
দেখতে পারেন
৬| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২৪
কাকতড়ুয়া007 বলেছেন: কেন জানি পুরো ঘটনাটিকেই পরিকল্পিত মনে হচ্ছে !
আবার না ও হতে পারে !
আমরা সর্বান্তকরণে বিশ্বাষ করি সকল প্রাণ ই মূল্যবান , তার পরিবারের কাছে , তার মা-বাবার কাছে ,তার বন্ধুজনের কাছে , তার স্রষ্টার কাছে !
হোক না সে আস্তিক বা নাস্তিক , হোক না সে মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য যে কোন ধর্মের !
তার পরিচয় তো সে মানুষ !
আর এখন তো কোন ঘোষিত যুদ্ধ চলছে না !
ধর্ম যুদ্ধও না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ও না !
তা হলে --- কেন পুলিশ বা সরকারি দল কর্তৃক বিরোধী দলকে যখন ধরে ধরে গুলি করে মারা হয় বা সাধারণ গার্মেন্টস কর্মীকে গুলি করে মারা হয় তখন এত সরগরম হয় না মিডিয়া পাড়া !
গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় মানুষ তাদের নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা হয় ! তাদের জীবনের মুল্য কি বাতিল পয়সার চেয়েও কম ?
ধিক্কার সকল মানুষ হত্যা কারীকে !
সত্যাসত্য বলতে পারবো না তবে নিচের লিঙ্কে দেখতে পারেন চিন্তার উদ্রেক হবে !
View this link
৭| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ওরা নাস্তিক, তাতে কারো কোন সমস্যা নয়। কিন্তু ওরা নাস্তিকতার আড়ালে ইসলাম বিদ্বেশী
০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৫৪
এমএইচডি বলেছেন: সহমত আপনার সাথে।
৮| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৩৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: একজন মানুষ নাস্তিক হয়েছেন। আর নাস্তিক হলেই কি ইসলাম নিয়ে আপত্তিকর লেখা লিখতে হবে?
৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: link please Click This Link
১০| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:০৭
আরণ্যক রাখাল বলেছেন: শাহ আজিজ ভাই, পেজ নট ফাউন্ড| অশ্লীলতা কি বা তার সঙ্গা কি আপনাদের কাছে সেটা বুঝতে পারছি না| আর ভাই আপনি অভিজিতের লেখা না পড়ে কি করে এই শিরোনামের একটা পোস্ট দিলেন বুঝলাম না| তার অবিশ্বাসের দর্শন আর সখি ভালবাসা কারে কয় বইদুটা বাজারে এভেলেবল,কিনে নিন কিংবা পিডিএফ পড়ে নিন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৬
এমএইচডি বলেছেন: আশা করি আপনি পুনরায় লেখাটি পড়ে অভিজিৎ/ নাস্তিক সমন্ধে কি লেখা আছে দেখবেন।
বিভিন্ন মুক্ত মনাদের সাইটে গিয়া দেখবেন কত সুন্দর সুন্দর অশ্লীন চটি লেখা আছে!!
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাধিনতার মানে যমেন যা খূশি তাই করা নয়-
মুক্তমনার মানেও তেমনি যা খুশি তাই বলা নয়।
অথচ তারা তেমনটিই চাইছে। অন্য কোন ক্ষেত্রে যেমন তেমন- ইসলাম আর তার নবী সা: কে নিয়ে তাদের খুঁচাখুচি করার ক্ষেতেই যেন তা বিশেষ ভাবে প্রযোজ্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যারা মুক্তচিন্তার নামে মহানবী সা: এর ব্যাঙ্গ, তার নামে ব্যাক্তিক মিথ্যা বুঝ, অনুভবকে নিয়মিত করতে চান- উপরেরর কয়েকজনকেই বলি- আপনাদের মুক্ত চিন্তার মূখোশ একটু পরই খূলে যাবে!
মতপ্রকাশের স্বাধীনতাকেও বেমালুম ভুলে কত কি যে করবেন তার ইয়াত্তা নেই!
আজ কেউ যদি গবেষনার্থেও একটা পোষ্ট দেয় সামুতেই- বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি! তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে!
তাকে কি আস্ত রাখবেন?
ট্যাগিং, আক্রমন, পারলে আইপিসসহ ব্যান করার দাবী করবেন।
কিরে ভাই ? কেন? কেন?
তিনি আমাদের বঙ্গবন্ধু। জাতির স্থপতি। তাইতো!
আহা এই আপনিই কিনা মুসলমানদের প্রাণ ইসলামের কর্ণধার, আল্লাহর প্রিয়, মুমিনের জান, কোটি কোটি বিশ্বাসীর আরাধ্য প্রেমাষ্পদ রাসূল সা: কে নিয়ে যা খুশি তাই বলাকেই মুক্ত মনা হিসাবে অভিহিত করেন!!!!!!!!
ব্যাপারটা কেমন হয়ে গেল না????
আবার যদি ব্যক্তিগত কোন কারণেই এরকম কেউ মারা যায়- তারেও সাথে সাথে মূল ঘটনার খবর নাই শুরু হয়ে যায় মিডিয়া ট্রিটমেন্ট!!!!!
কেন? বরং আইনের তার নিজস্ব গতিতে চলতে দিন।
যেই অপরাধী হোক, তাকে প্রচলিত ধারায় গ্রেফতার করুন। শাস্তি দিন। কিন্তু এই এন্টিইসলামোফোবিয়ার ধারায় কান নিয়েছে চিল! - এটাও নিশ্চয়ই ইসলামিষ্টদের কাজ বলার যে টেন্ডেন্সি তা আখেরে কিন্তু গ্রহযোগ্যতা হারাবে!!!!!