![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে ভুলিবে মন, হৃদয়ের আস্ফলন!!
আলো আধা আর গোধূলির লগন!!
উদাস উদার আর প্রভাত কথন।
কত শত রাত্রি রহিয়াছে গোপন
সে কথা জানে হয়ত শুধু আম্র কানন!
টলমলে রোদে জাগিতেছে সবে,
নির্জনে নিরালায় করেই স্মরণ!!
রোদে শুকায় জলের ফোঁটা
জানেনা কেহ!!
অনেক রহিয়াছে বাকি
ফুরিবে সেকি, সাগর সম।
বৈশাখ টান টান, বৃষ্টি কথন
গোধূলির তানে আনমনা মন,
আড়ি চোখে ছিল আকাশ দর্শন।
সেদিন লেগেছিল প্রথম চুম্বনের দহন!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
এমএইচডি বলেছেন: ভাল লাগার জন্য কৃতজ্ঞ রইলাম।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগা রেখে গেলাম-----------------
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
এমএইচডি বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
জনৈক অচম ভুত বলেছেন: গোপন প্রেমখানি থাকিল না আর গোপন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
এমএইচডি বলেছেন:
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: ভাল লাগল গোপন প্রেমের কবিতাখানি।
+++++